Thursday, May 15, 2025

ডব্লুডব্লুই খ্যাত প্রাক্তন কুস্তিগীর গ্রেট খালি(great Khali) এবার যোগ দিলেন বিজেপিতে(BJP)। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর(Jitendra Singh) উপস্থিতিতে দিল্লিতে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন খালি। তিনি বলেন, মোদির বলিষ্ঠ নেতৃত্ব দেশকে উন্নতির পথে নিয়ে যাবে, দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী তিনিই।

আদতে হিমাচলের বাসিন্দা গ্রেট খালির প্রকৃত নাম দিলীপ সিং রানা। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে জিতেন্দ্র সিংয়ের হাত থেকে বিজেপির সদস্যতা নেওয়ার পর খালি বলেন, বিজেপিতে সামিল হতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। টাকা পয়সা রোজগারের ইচ্ছে থাকলে আমেরিকায় থাকতে পারতাম। কিন্তু আমি দেশে ফিরেছি। কারণ, আমি এই দেশকে ভালোবাসি। আমি দেখেছি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। দেশ উপযুক্ত প্রধানমন্ত্রী পেয়েছে। আমার মনে হয়, দেশে থেকে, সাধারণ মানুষের সঙ্গে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারব। খালির বিজেপি যোগের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

আরও পড়ুন:Prasidh Krishna: দলের হয়ে সেরা পারফরম্যান্স করতে পেরে খুশি প্রসিদ্ধ

অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন দ্য গ্রেট খালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বিজেপি যোগদানের কথা জানতে পেরেছি। এটা দেখে ভালো লাগছে। তাঁর অনুরাগীদের মনে হয় যে, তিনি অসম্ভব সব কাজ অনায়াসে করে ফেলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর এক্ষেত্রে বেশ মিল রয়েছে।

Related articles

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...

আর্শাদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে নাঃ নীরজ চোপড়া

আর্শাদ নাদিমকে(Arshad Nadeem) নিয়ে এবার বিরাট বার্তা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া(Neeraj Chopra)। আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর...

শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসছে প্রস্তাব

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ...

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...
Exit mobile version