Monday, May 5, 2025

মুকুল রায় আছেন বিজেপিতেই, বিরোধীদের পিটিশন খারিজ অধ্যক্ষের

Date:

বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়(Mukul Roy)। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শুক্রবার চূড়ান্ত ফয়সালায় বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee) স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিলেন।

এদিন বিধানসভায় মুকুল মামলায় সিদ্ধান্ত জানানোর সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল রায়ের দলত্যাগ ও তৃণমূল যোগ নিয়ে যে অভিযোগ করা হয়েছিল, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ ও নথি দিতে পারেনি। তাই এই মামলা আমি খারিজ করলাম।” এদিন বিধানসভার অধ্যক্ষ এই রায় ঘোষণার পর তৃণমূল(TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন, “অধ্যক্ষ সবদিক বিচার বিবেচনা করেই এই রায় দিয়েছেন৷ তাঁর রায় সবাইকে মেনে নিতে হবে৷”

আরও পড়ুন:“এক ব্যক্তি এক পদ” সমর্থন করে না তৃণমূল, স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে জয়ী হওয়ার পর মুকুল তৃণমূলে (TMC) যোগ দেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল ভবনে যাওয়ার বিষয়টি একান্তই ‘‘রাজনৈতিক সৌজন্য’’ বলে দাবি করেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। দল বদলের অভিযোগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মুকুল রায় এখন কোন দলে আছেন, তা নিয়ে একটি মামলার পর্যবেক্ষনে সুপ্রিম কোর্ট (Suprime Court) অধ্যক্ষকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছিল। তবে বিরোধীদের আবেদন খারিজ করে অধ্যক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুকুল বিজেপিতেই।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version