Monday, August 25, 2025

মুকুল রায় আছেন বিজেপিতেই, বিরোধীদের পিটিশন খারিজ অধ্যক্ষের

Date:

বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়(Mukul Roy)। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শুক্রবার চূড়ান্ত ফয়সালায় বিধানসভার অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee) স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিলেন।

এদিন বিধানসভায় মুকুল মামলায় সিদ্ধান্ত জানানোর সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল রায়ের দলত্যাগ ও তৃণমূল যোগ নিয়ে যে অভিযোগ করা হয়েছিল, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ ও নথি দিতে পারেনি। তাই এই মামলা আমি খারিজ করলাম।” এদিন বিধানসভার অধ্যক্ষ এই রায় ঘোষণার পর তৃণমূল(TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন, “অধ্যক্ষ সবদিক বিচার বিবেচনা করেই এই রায় দিয়েছেন৷ তাঁর রায় সবাইকে মেনে নিতে হবে৷”

আরও পড়ুন:“এক ব্যক্তি এক পদ” সমর্থন করে না তৃণমূল, স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) টিকিটে জয়ী হওয়ার পর মুকুল তৃণমূলে (TMC) যোগ দেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল ভবনে যাওয়ার বিষয়টি একান্তই ‘‘রাজনৈতিক সৌজন্য’’ বলে দাবি করেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। দল বদলের অভিযোগে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মুকুল রায় এখন কোন দলে আছেন, তা নিয়ে একটি মামলার পর্যবেক্ষনে সুপ্রিম কোর্ট (Suprime Court) অধ্যক্ষকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছিল। তবে বিরোধীদের আবেদন খারিজ করে অধ্যক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুকুল বিজেপিতেই।

Related articles

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...
Exit mobile version