Saturday, August 23, 2025

রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ তৃণমূলের

Date:

Share post:

বঙ্গের রাজ্যপালের(Govornar) জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অপসারণের দাবিতে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনলো তৃণমূল(TMC)। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ তথা দলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy) এই প্রস্তাব পেশ করেন। তৃণমূলের আনা প্রস্তাবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে৷ পাশাপাশি, সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও প্রতিনিয়ত নির্বাচিত সরকারকে সমালোচনা করারও অভিযোগ আনা হয়েছে৷

এই প্রস্তাব প্রসঙ্গে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে লোকসভায় তৃণমূলের তরফে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিস্তারিত বিবরণ সহ জানানো হয় কীভাবে রাজ্যপাল প্রতিনিয়ত নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন, কীভাবে তিনি রাজ্য সরকারকে সর্বসমক্ষে হেনস্থা করছেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন এবং রাজ্য সরকারের নামে সংবাদমাধ্যমে কুৎসা ছড়াচ্ছেন তিনি। তৃণমূলের দাবি রাজ্যপালের পদে থেকে তিনি দলীয় ব্যক্তির মত কাজ করছেন। চিঠি দেওয়ার পরে ১৪ মাস অপেক্ষা করেছে তৃণমূল কিন্তু কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এরফলেই রাজ্যসভার ১৭০ নম্বর বিধি অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে তারা স্বতন্ত্র প্রস্তাব এনেছেন, যেখানে রাজ্যপালের কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করে তাঁকে অপসারনের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন:Ranbir Kapoor- Alia Bhatt : গোপনে বিয়ে সেরে ফেললেন রণবীর-আলিয়া ?

উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সাম্প্রতিক সময়ে ব্যাপক আকার নিয়েছে। গত ২৫ জানুয়ারি রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমালোচনা করার পর বিষয়টি চরমে পৌঁছয়৷ এর পরেই দলীয় সাংসদদের নিয়ে তৃণমূলনেত্রীর বৈঠকে রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়৷ সেই মতোই এ দিন স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছে৷ সংসদের কার্যবিধি অনুযায়ী, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থাকা কারও ত্রুটি বা গাফিলতির বিরুদ্ধে এই স্বতন্ত্র প্রস্তাব আনা যায়৷

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...