Saturday, August 23, 2025

Surajit Sengupta: অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Date:

আবারও শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। সঙ্কটজনক অবস্থা প্রাক্তন এই ফুটবলারের। এদিন সুরজিৎ সেনগুপ্তকে দেখতে হাসপাতালে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ( Arup Biswas) ।

জানা গিয়েছে সুরজিৎ সেনগুপ্তের হৃদযন্ত্রের অবস্থা আরও খারাপ হয়েছে। ওনার শারীরিক অবস্থার অবনতির কারণে একাধিক পরীক্ষাও করা যায়নি। এদিন বিকেলে সুরজিৎ সেনগুপ্তকে দেখতে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সুরজিৎ সেনগুপ্তের পরিবার চাইছিলেন এসএসকেএম থেকে একটি বিশেষজ্ঞ দল এসে তাকে দেখুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব উদ্বিগ্ন। প্রতিনিয়ত তাঁর খোঁজখবর রাখছেন। তাঁরই নির্দেশে একটি বিশেষজ্ঞ দল নিয়ে শুক্রবার হাসপাতালে যান রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী। ছিলেন ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান সোমনাথ কুন্ডু, কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল প্রমুখ।

 

এই মুহূর্তে অ্যাসিস্ট কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। হাসপাতালের তরফে এদিন এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হৃদযন্ত্রের অবস্থার অবনতির কারণে ভেন্টিলেশন আরও জরুরি হয়ে পড়েছে সুরজিৎ সেনগুপ্তের। ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশ রয়েছে। তাঁর ট্রাকিয়োস্টমি করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে তা করা যায়নি। ওষুধের কারণে গভীর মাত্রায় ঝিমুনি ভাব রয়েছে সুরজিৎ সেনগুপ্তের। কম মাত্রার ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। পিভিসির সাহায্যে হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া হালকা জ্বর রয়েছে সুরজিৎ সেনগুপ্তের। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল এবং অক্ষর প‍্যাটেল

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version