Wednesday, August 27, 2025

জেতার পর সার্টিফিকেট ছোঁয়াবেন মমতার পায়ে: সব্যসাচী, জয়প্রকাশের সঙ্গে করলেন কোলাকুলি

Date:

জেতার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ছোঁয়াবেন সার্টিফিকেট। জানালেন বিধাননগর (Bidhannagar Municipal Election) পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কোলাকুলি করতে দেখা গিয়েছে সব্যসাচী দত্তকে।

সব্যসাচী দত্ত আত্মবিশ্বাসী গত ছয়বারের মতোই এবারও সহজেই জিতবেন তিনি। এদিন তাঁর প্রতিদ্বন্দ্বী দেবাশিস জানার (Debashish Jana) সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে সব্যসাচী বলেন, ”দুর্ভাগ্যের বিষয় ও তো এই ওয়ার্ডের ভোটার তাই নিজের ভোট নিজে দিতে পারবে। প্রায় ১০-১৫ বছর পৌর প্রতিনিধিত্ব করছে তাই ন্যূনতম বুদ্ধি থাকা উচিত। যাকে দিয়ে বহিরাগত বলে ডাকছেন সে এই ওয়ার্ডের ভোটার। ভোটটা দেবাশিস পাবে না এটা নিশ্চিত।” তিনি আরও বলেন, ”আমার এখন একটাই লক্ষ্য ১৪ তারিখ রেজাল্ট বেরোনোর পর গণদেবতা যে আর্শীবাদ করবে সেই সার্টিফিকেট নিয়ে মমতার পায়ে দিয়ে আসব।”

আরও পড়ুন: TMC Meeting: তৃণমূলের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা মমতার, পদাধিকারিকদের নাম জানাবেন পরে

একইসঙ্গ শনিবার দুপুরে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipal Election) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। ভোট দিয়ে বেরোনোর পর তৃণমুল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্তের সঙ্গে দেখা হয়। আলাপচারিতার পর তাঁদের কোলাকুলি করতে দেখা গিয়েছে। ভোট দেওয়ার পর বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version