Behala Death: স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! বেহালায় চাঞ্চল্য

বেহালায় সাঁতার কাটতে কাটতে পুকুরে ডুবে মৃত্যু যুবকের।

সাঁতার জানতেন। রবিবার, দুপুরে বেহালার (Behala Death) জেমস লং সরণির ভৈরব পুকুরে সাঁতরে এপার-ওপার করছিলেন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল রায় (Ujjwal Ray)। হঠাৎই জলে তলিয়ে যান তিনি। এলাকাবাসী দেখতে পেয়ে তৎক্ষণাৎ হাজির হন। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। বেহালা (Behala) থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তিনটে নাগাদ বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে ওই ব্যক্তি সাঁতার জানা সত্ত্বেও ডুবে মারা গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারীরা।