Thursday, November 13, 2025

দ্বিতীয় দিনেও শুরু হল আইপিলের নিলাম। সকাল ৯টার মধ্যে আইপিএল দলগুলি এক্সেলেরেটেড অকশনের জন্য নিজেদের পছন্দের ২০ জন করে ক্রিকেটারের নাম জমা দিয়েছে বিসিসিআইয়ে। প্রথম দিনে ৬০০ জনের তালিকার ১ থেকে ৯৭ পর্যন্ত ক্রিকেটারদের নিলামে তোলা হয়েছে আলাদা আলাদা সেটে ভাগ করে। দ্বিতীয় দিনে ৯৮ থেকে ১৬১ নম্বর ক্রিকেটাদের আলাদা আলাদা সেটে ভাগ করে নিলামে তোলা হবে। তার পরে ১৬২ থেকে ৬০০ নম্বর ক্রিকেটারদের জন্য ব্যবস্থা করা হবে দ্রুত নিলামের। সেখানে প্রথম দিনে অবিক্রিত থাকা ক্রিকেটারদেরও ফিরিয়ে আনা যাবে।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামেই আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলে বিস্তর। চমকে দেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও। আপাতত নিলামের প্রথম দিনের শেষে কার্যত অর্ধেক স্কোয়াড গড়ে নিয়েছে সব দল। দ্বিতীয় দিনে ১০টি দলকেই সম্পূর্ণ করতে হবে তাদের স্কোয়াড। রবিবার নিঃসন্দেহে ক্রিকেটবিশ্বের নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামের দিকে।

১ কোটি টাকায় রহাণেকে তুলে নিল কলকাতা।
মনদীপ সিংহ দিল্লিতে।১.১ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি ক্যাপিটালস।

লিভিংস্টোন পাঞ্জাবে।লড়াই চলছিল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় পঞ্জাব এবং গুজরাত। শেষ পর্যন্ত ১১.৫ কোটিতে পাঞ্জাবে যোগ দিলেন।
ডমিনিক ড্রেকস গুজরাতে।১ কোটি ১০ লক্ষ টাকায় ডমিনিক ড্রেকসকে কিনল গুজরাত টাইটান্স।
জয়ন্ত গুজরাতে।১ কোটি ৭০ লক্ষে তাঁকে কিনল গুজরাত টাইটান্স।
বিজয় গুজরাতে।১ কোটি ৪০ লক্ষে গুজরাত টাইটান্সে বিজয় শঙ্কর।

এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় কিনে নিল হায়দ্রাবাদ।
আজিঙ্ক্য রাহানেকে ১ কোটি টাকায় কিনল কেকেআর।
দাওয়িদ মালান নিলামে অবিক্রিত থাকলেন।
ওইন মরগ্যান নিলামে অবিক্রিত থাকলেন।
অ্যারন ফিঞ্চ নিলামে অবিক্রিত থাকলেন।
চেতেশের পূজারা নিলামে অবিক্রিত থাকলেন।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version