গত রবিবারই শেষ হয়েছে আইপিএলের ( IPL)মেগা নিলাম। প্রতিটি দলই গুছিয়ে নিয়েছে তাদের দল। প্যাট কামিন্স( Pat Cummins), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), অজিঙ্ক রাহানের (Ajinkye Rahane) মত তারকাদের সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এছাড়া কেকেআর তুলেছে উমেশ যাদব ও মহম্মদ নবির মত অভিজ্ঞদেরও। অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস ও টিম সাউদির মত আন্তর্জাতিক তারকাও এসেছে নাইট দলে। পাশাপাশি রিঙ্কু সিং, অনুকুল রয়, নীতিশ রানা, শিবম মাভির মত তরুণ তুর্কিদের নিয়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

এক নজরে দেখে নেওয়া যাক, কোন ক্রিকেটারকে কত দামে নিল নাইটরা।

প্যাট কামিন্স – ৭.২৫ কোটি টাকা
শ্রেয়াস আইয়ার – ১২.২৫ কোটি টাকা
নীতিশ রানা – ৮ কোটি টাকা
শিবম মাভি – ৭ কোটি ২৫ লক্ষ টাকা
শেল্ডন জ্যাকসন – ৬০ লক্ষ টাকা
উমেশ যাদব – ২ কোটি টাকা
মহম্মদ নবি – ১ কোটি টাকা
রমেশ কুমার – ২০ লক্ষ টাকা
টিম সাউদি – ১ কোটি ৫০ লক্ষ টাকা
অ্যালেক্স হেলস – ১ কোটি ৫০ লক্ষ টাকা
স্যাম বিলিংস – ২ কোটি টাকা
অশোক শর্মা – ৫৫ লক্ষ টাকা
প্রথম সিং – ২০ লক্ষ টাকা
অভিজিত তোমার – ৪০ লক্ষ টাকা
চামিকা করুনারত্নে – ৫০ লক্ষ টাকা
বাবা ইন্দ্রজিত – ২০ লক্ষ টাকা
রশিখ দার – ২০ লক্ষ টাকা
অনুকুল রয় – ২০ লক্ষ টাকা
রিঙ্কু সিং – ৫৫ লক্ষ টাকা
অজিঙ্ক রাহানে – ১ কোটি টাকা
আমান খান – ২০ লক্ষ টাকা

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
