Sunday, August 24, 2025

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা ২১ শে

Date:

পশুখাদ্য কেলেঙ্কারি (Fodder Scam) সংক্রান্ত মামলায় ফের দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এই নিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি ইস্যুতে পঞ্চমবার দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো (RJD Supremo)।

মঙ্গলবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে (CBI Special Court) লালুকে (Lalu Prasad Yadav) দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা অবৈধভাবে নেওয়ার অভিযোগ রয়েছে। ২১ ফেব্রুয়ারি এই মামলায় লালুর সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত। লালু প্রসাদ যাদবের উপস্থিতিতেই বিচারপতি সিকে শশী এই রায় দিয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমন ৯৮ জন এ দিন আদালতে উপস্থিত ছিলেন, এঁদের মধ্যে ২৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৩৫ জনকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সিবিআই ওই মামলায় ১৭০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছিল। লালু প্রসাদ ছাড়াও প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, পশুপালন দফতরের সচিব বেক জুলিয়াস, পশুপালন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. কে এম প্রসাদ ওই মামলার অন্যতম অভিযুক্ত।

 

আরও পড়ুন: Mamata: মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা, উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির ২ বিজেপি নেতাও

উল্লেখ্য, কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু (Lalu Prasad Yadav) বলেছিলেন, ফের একবার নির্বাচনী রাজনীতিতে ফিরতে আগ্রহী তিনি। আত্মবিশ্বাসের সুরে আরজেডি সুপ্রিমো বলেন, তিনি নির্বাচনী রাজনীতিতে ফিরতে চান ও ভোটে জিতে ফের একবার সংসদে প্রবেশ করতে চান। তবে তারপরই আসে পশুখাদ্য কেলেঙ্কারি (Fodder Scam) মামলায় আদালতের নির্দেশ।

 

বর্তমানে লালুর অনুপস্থিতিতে আরজেডির দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে তেজস্বী যাদব (Tejaswi Yadav)। বর্তমানে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী। মঙ্গলবার রায় সামনে আসার পর আদালত ন্যয়বিচারই দিয়েছে বলে মন্তব্য করেছেন জেডিইউ নেতা নীরজ কুমার (JDU Leader Neeraj Kumar)।

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version