Thursday, November 13, 2025

দিল্লিতে সোমবার বঙ্গ বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক তথা হগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দল থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া রীতেশ তিওয়ারি।  সোমবারই চার পুরনিগমে বিজেপির ভরাডুবি হয়েছে। তা  নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি-কে তুলোধনা করেন বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার। তারপরেই লকেটের সঙ্গে রীতেশের সাক্ষাৎ। রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।
পদ্মের ‘বিদ্রোহী’রা এর আগে একাধিক বার দাবি করেছে, লকেট তাঁদের সঙ্গেই আছেন। রীতেশের সঙ্গে হুগলির সাংসদের সাক্ষাতে সেই দাবি আরও জোরালো হয়েছে।
রীতেশও স্বীকার করে নিয়েছেন, পুরনির্বাচনের ফল নিয়ে লকেটের সঙ্গে তাঁর কথা হয়েছে হয়েছে। রীতেশের কথায়, ‘‘পুরনিগমের নির্বাচনে যা ফল এল, তা নিয়েই আমাদের মধ্যে কথা হয়েছে। কেন খারাপ ফল হল, তা নিয়ে আলোচনা করেছি।’’ এ কথা স্বীকার করে নিয়েছেন লকেটও। জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও কিছু কথা হয়েছে। কিন্তু সে ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলতে চাননি তিনি। প্রসঙ্গত, বর্তমানে উত্তরাখণ্ডে বিজেপি-র সাংগঠনিক দায়িত্বে রয়েছেন লকেট। সোমবারই ওই রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version