Wednesday, August 27, 2025

India Team: কোহলিকে নিয়ে অহেতুক লেখালেখি বন্ধ হোক, ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের আগে বললেন রোহিত

Date:

আগামীকাল ইডেনে ( Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-West Indies) প্রথম টি-২০( T-20) ম‍্যাচের আসর। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুড়েছে রোহিত শর্মার দল। কলকাতার মাটিতে টি-২০ সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

বুধবার ইডেনে নামার আগে একাধিক প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা। যার মধ‍্যে অন‍্যতম হল বিরাট কোহলি প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে ব‍্যাটে শতরান নেই কোহলির। তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠা খুব অস্বাভাবিক নয়। যদিও নতুন ক্যাপ্টেন এসব মানতে নারাজ। বরং কোহলির পাশে দাঁড়ালেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” যদি আপনারা কিছুদিন লেখালেখি বন্ধ রাখেন, আমার মনে হয় তাহলেই সব সমস্যা মিটে যাবে। বিরাটকে দেখে আমার মনে হয়েছে ও দারুণ মানসিক পরিস্থিতিতে রয়েছে। ও ভারতীয় দলে এক দশকেরও বেশি সময় ধরে রয়েছে। যদি কেউ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে, তবে তারা জানে কীভাবে চাপের পরিস্থিতি সামলাতে হয়। এখন ওকে নিয়ে আলোচনা কিছু দিন বন্ধ থাকলে আমার মনে হয় ভাল হবে।”

ইডেন বরাবরই পয়া রোহিতের। ইডেনে ম‍্যাচ নিয়ে ভারত অধিনায়ক বলেন,” ইডেন গার্ডেন্স আমার খুব প্রিয় মাঠ। দলের সবাই এই মাঠে খেলতে ভালবাসে। ভারতীয় ক্রিকেটাররা ছোট থেকেই শিশিরে খেলে অভ্যস্ত। তাই শিশির পড়লে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আমরা শুধু ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব।”

 

 

এদিকে ইডেনে এদিন দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ররা। বল হাতে দেখা যায় দীপক চাহারকেও। যদিও এদিন অনুশীলনে আসেননি রোহিত শর্মা। এদিন ইডেনে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কথা বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও।

আরও পড়ুন:Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version