Thursday, November 13, 2025

Soham Chakroborty: বিধায়কের নাম করে আর্থীক প্রতারণা, নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন সোহম

Date:

এক দু’দিন নয়। দিনের পর দিন বিধায়ক-অভিনেতার নাম করে আর্থিক প্রতারণা করে গেছেন তাঁরই আপ্ত সহায়ক। কথাটা কানে এলেও হাতেনাতে ধরা যাচ্ছিলনা। এবার প্রমাণ পেতেই পুলিশের হাতে নিজের আপ্ত সহায়ককে তুলে দিলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিজেই এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেবেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ গ্রেফতার করে সজল মুখোপাধ্যায় নামে তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:Sc EastBengal: কেরলের কাছে ১-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়কের জানান, একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর হুগলির বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে নিজের আপ্তসহায়কের পদে নিযুক্ত করেন তিনি। মাস কয়েক ধরেই তিনি বিধায়ক সোহমের আপ্ত সহায়কের কাজ করছিলেন। অভিযোগ ওঠে, প্রায়শই  সোহমের নাম করে তিনি  নানাজনের কাছ থেকে অর্থ চাইতেন। কোনও কাজ দ্রুত করিয়ে দেওয়া হবে কিংবা কাউকে কোনও পদ পাইয়ে দেবেন – এমন নানা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের প্রতারণা করতেন। এমন অভিযোগ জানতে পারেন তৃণমূল বিধায়কও।

অভিনেতা তথা বিধায়ক চণ্ডীপুরে নিজের কাজ সামলে বেশিরভাগ সময়ই কলকাতায় থাকেন। আর তারই সুযোগ নিত সজল। যেহেতু তার উপর বাকি কাজকর্মের দ্বায়িত্ব থাকত, সেই সুযোগের ব্যবহার করে দিনের পর দিন বিধায়কের নাম করে বেআইনিভাবে টাকা নিতেন সজল। সোহম সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন কিন্তু প্রমাণ পাননি বলে এতদিন পুলিশের দ্বারস্থ হননি। তবে সজলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পেতেই তিনি চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধেবেলা এলাকা থেকে সজলকে গ্রেফতার করে। এদিকে তারকা প্রার্থীর এহেন কাজের প্রশংসায় তাঁর অনুরাগীরা।

Related articles

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...
Exit mobile version