Wednesday, November 5, 2025

প্রতারণার অভিযোগে নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন অভিনেতা-বিধায়ক সোহম

Date:

এবার গ্রেফতার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। গ্রেফতার করালেন স্বয়ং সোহম। অভিযোগ, বিধায়ক সোহমের নাম করে তোলাবাজি করতো সজল। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও উঠেছিল সোহমের এই আপ্ত সহায়কের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে সোহম সংবাদ মাধ্যমকে বলেন, ”সজল মুখার্জি আমার নাম করে প্রতারণা করছিল বলে খবর পাচ্ছিলাম। চাকরির নাম করে প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করার প্রমাণ পেয়েছি। বেশ কিছুদিন ধরেই আমার কানে এসব অভিযোগ আসছিল। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। কিন্তু এরপর ভাবলাম, কেউ লিখিত দেয়নি ঠিকই কিন্তু যে মানুষগুলো এতোদিন প্রতারিত হচ্ছিল তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।”

একাধিক অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায়ের দায়িত্ব ছাঁটতে শুরু করেন সোহম। তখনই সোহমের নামে কুৎসা করতে শুরু করেন এই প্রতারক ব্যক্তি। সোহমকে অশ্লীল ভাষায় কটাক্ষও করে বলে অভিযোগ। সজলের এমন অপরাধের জন্য পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানায় অভিযোগ করেন বিধায়ক সোহম। পুলিশ গ্রেফতার করে সজলকে।

সোহমের একটি গাড়িও ছিল প্রতারকসজলের কাছে, সেই গাড়ি ফেরত দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা সোহমের কাছে দাবি করে সে। চণ্ডীপুরের মানুষের কাছে তাঁর আপ্ত সহায়কের এমন কীর্তির জন্য ক্ষমাও চান বিধায়ক সোহম চক্রবর্তী।

আরও পড়ুন- কলেজ পড়ুয়াদের হুমকি-আঘাত করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে FIR

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version