Saturday, August 23, 2025

চার পুরনিগমের ভোটে গেরুয়া শিবিরের চরম ভরাডুবির পর মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, সোমবার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে কার্যত তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! একটি সাংবিধানিক পদে থেকে কলেজ পড়ুয়াদের দিকে এমনভাবে তেড়ে যাওয়ার ঘটনা বিরল। বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি কর্তব্যরত কলকাতা পুলিশের এক অধিকারককেও ধাক্কা দেন, যা আইন বিরুদ্ধ।

আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তাঁদেরকে গালিগালাজ করেন। হুমকি দেন। দেখে নেওয়ার কথাও বলেন। এখানেই শেষ নয়, আশুতোষ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের উপর শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করেন বলেও অভিযোগ। এই ঘটনায় আশঙ্কিত কলেজ পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের অনেকেই কার্যত ট্রমার মধ্যে চলে গিয়েছেন শুভেন্দুর ও তাঁর নিরাপত্তা রক্ষীদের আচরণে।

এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আশুতোষ কলেজের সাধারণ পড়ুয়া ও কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে ভবানীপুর থানায় FIR করা হয়েছে। এবং সাংবিধানিক পদে থাকা একজন দায়িত্বশীল নেতার ছাত্রসমাজের উপর এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পথে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়েছে কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে। অন্যথায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রসমাজ।

আরও পড়ুন- নির্দল ইস্যুতে আসন্ন পুরভোটে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা পার্থর

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version