Thursday, November 6, 2025

চার পুরনিগমের ভোটে গেরুয়া শিবিরের চরম ভরাডুবির পর মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, সোমবার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে কার্যত তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! একটি সাংবিধানিক পদে থেকে কলেজ পড়ুয়াদের দিকে এমনভাবে তেড়ে যাওয়ার ঘটনা বিরল। বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি কর্তব্যরত কলকাতা পুলিশের এক অধিকারককেও ধাক্কা দেন, যা আইন বিরুদ্ধ।

আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তাঁদেরকে গালিগালাজ করেন। হুমকি দেন। দেখে নেওয়ার কথাও বলেন। এখানেই শেষ নয়, আশুতোষ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের উপর শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করেন বলেও অভিযোগ। এই ঘটনায় আশঙ্কিত কলেজ পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের অনেকেই কার্যত ট্রমার মধ্যে চলে গিয়েছেন শুভেন্দুর ও তাঁর নিরাপত্তা রক্ষীদের আচরণে।

এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আশুতোষ কলেজের সাধারণ পড়ুয়া ও কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে ভবানীপুর থানায় FIR করা হয়েছে। এবং সাংবিধানিক পদে থাকা একজন দায়িত্বশীল নেতার ছাত্রসমাজের উপর এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পথে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়েছে কলেজ পড়ুয়াদের পক্ষ থেকে। অন্যথায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রসমাজ।

আরও পড়ুন- নির্দল ইস্যুতে আসন্ন পুরভোটে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা পার্থর

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version