Monday, November 10, 2025

“বাংলার হিন্দুরা ভেজাল”, শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় এবার FIR হিন্দু সংগঠনের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে চারগোলিয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রামপুজা উদ্বোধন গিয়ে বিস্ফোরক ও ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ রাজ্যের হিন্দুদের একাংশকে “ভেজাল” “জালি” “৫০০ টাকায় বিক্রি হয়” বলে দাবি করেছিলেন।

বাঙালি হিন্দু ভাবাবেগে আঘাত করে বিজেপির তৎকাল নেতা শুভেন্দু বলেছিলেন, “উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে কোনও প্রশ্ন নেই৷ সেখানে কোনও ভেজাল হিন্দু থাকে না। সেখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা টাকায় বিক্রি হয়। আবার কেউ কেউ ৫০০ টাকার বিনিময় ভোট দিয়েছে।’’

তাঁর আরও দাবি ছিল, ‘‘সবাই নয়, বেশিরভাগ কিন্তু আমাকে ভোট দিয়েছ৷ এখানকার অনেক জালি হিন্দু রয়েছে।” তাঁর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে হিন্দুত্ববাদী নেতারা।

ভোটের লোভে বাঙালি হিন্দুদের অপমান করার জন্য সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে আলিপুরদুয়ার থানায় আগেই FIR করেছেন প্রাক্তন বিজেপি নেতা ও RSS-এর প্রাক্তন সদস্য বিশিষ্ট আইনজীবী ভাস্কর দে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ফুটেজ আলিপুরদুয়ার থানায় তথ্যসহকারে জমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

এবার সেই পথেই হেঁটে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় এ রাজ্যের হিন্দুদের অপমান করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে আরও একটি FIR দায়ের হল। এবার অভিযোগ করল অখিল ভারত হিন্দু মহাসভা। থানায় অভিযোগ করলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। শুধু তাই নয়, এই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতার এমন অপ্রীতিকর মন্তব্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অবিলম্বে শুভেন্দু অধিকারী যেন বাংলার মানুষের কাছে ক্ষমা চান, এননই দাবি তুলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। যা নিয়ে বুধবার সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতার এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির কাছে।

হিন্দু বিরোধী মন্তব্যের জন্য এই সংগঠন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে বলছে, “ওহে শুভেন্দু বাবু, কান খুলে শুনে রাখুন সেকুলার বামপন্থীদের হিন্দু ভাবা তো দূরের কথা, আমরা ওদের দেশদ্রোহী মানি। কাজেই ওদের কথা এখানে আসছে না। বাঙালি হিন্দুরা জালি, ৫০০ টাকায় বিক্রি হয় এটা বলার আপনি কে? বিজেপিকে ভোট না দিলেই জালি? এই রকম বিতর্কিত কথা বলে কাকে আপনি সুবিধে করে দিচ্ছেন? আপনি যখন অন্য দলে ছিলেন তখন জালি ভোটে জিততেন ? এভাবে হিন্দুদের মধ্যে বিভাজন করার চক্রান্ত করবেন না। তিন দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন বলছেন ? তুমি মহারাজ সাধু হলে আজ ? Ready থাকো শুভেন্দু বাবু, পথেই এবার দেখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি। হিন্দুদের মধ্যে কোনও বিভাজন মানছি না।”

আরও পড়ুন- ‘অপূরণীয় ক্ষতি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ অজয়-ঊষা-হৈমন্তীর

 

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...