Friday, August 22, 2025

তালিবানের (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan)। আফগানিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর হাতে যাওয়ার পর থেকেই আফগান সরকারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বরাদ্দ অর্থের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আন্তর্জাতিক সংস্থা আইএমএফ (International Monetary Fund)। তারপর থেকেই চরম আর্থিক সংকটে দক্ষিণ এশিয়ার এই দেশ। দেখা দিয়েছে খাদ্য সংকট ও দারিদ্রতা। এমতাবস্থায় আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ,চিকিৎসা এবং গম পাঠানোর উদ্যোগ নিয়েছিল ভারত। কিন্তু তা পাঠানো সম্ভব হয়নি পাকিস্তানের কারণে। নিজেদের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতে দিতে রাজি ছিল না পাকিস্তান (Pakistan)।

পরে আন্তর্জাতিক স্তরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ভয়ে ভারতের প্রস্তাবে রাজি হয়েছিল ইসলামাবাদ। তারপর বেশ কিছু জটিলতার কারণে বিমানে ওষুধ পাঠালেও গম পাঠাতে পারেনি ভারত। তবে সোমবার এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই আফগানিস্তানের (Afghanistan) গম পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পাকিস্তান হয়ে আফগানিস্তান পৌঁছবে ভারতের পাঠানো গম।

আরও পড়ুন: TMCP: প্রেসিডেন্সির লাল দুর্গে ফুটলো ঘাসফুল, প্রথমবার খুলল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী, ভারতকে ওয়াঘা সীমান্ত (Wagah Border) হয়ে পাকিস্তানের সড়কপথের মাধ্যমে ৩০ দিনের মধ্যে গম আফগানিস্তানে পাঠাতে হবে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে গম পাঠানো নিয়ে শুক্রবার ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে একটি মউ চুক্তি সাক্ষর করেছে। আফগানিস্তানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে গম হস্তান্তরিত হবে। পরে তারা আফগানবসীকে সেই গম বিতরণ করবে।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version