Saturday, August 23, 2025

তালিবানের (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan)। আফগানিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর হাতে যাওয়ার পর থেকেই আফগান সরকারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বরাদ্দ অর্থের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আন্তর্জাতিক সংস্থা আইএমএফ (International Monetary Fund)। তারপর থেকেই চরম আর্থিক সংকটে দক্ষিণ এশিয়ার এই দেশ। দেখা দিয়েছে খাদ্য সংকট ও দারিদ্রতা। এমতাবস্থায় আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ,চিকিৎসা এবং গম পাঠানোর উদ্যোগ নিয়েছিল ভারত। কিন্তু তা পাঠানো সম্ভব হয়নি পাকিস্তানের কারণে। নিজেদের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতে দিতে রাজি ছিল না পাকিস্তান (Pakistan)।

পরে আন্তর্জাতিক স্তরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ভয়ে ভারতের প্রস্তাবে রাজি হয়েছিল ইসলামাবাদ। তারপর বেশ কিছু জটিলতার কারণে বিমানে ওষুধ পাঠালেও গম পাঠাতে পারেনি ভারত। তবে সোমবার এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই আফগানিস্তানের (Afghanistan) গম পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পাকিস্তান হয়ে আফগানিস্তান পৌঁছবে ভারতের পাঠানো গম।

আরও পড়ুন: TMCP: প্রেসিডেন্সির লাল দুর্গে ফুটলো ঘাসফুল, প্রথমবার খুলল তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট

দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী, ভারতকে ওয়াঘা সীমান্ত (Wagah Border) হয়ে পাকিস্তানের সড়কপথের মাধ্যমে ৩০ দিনের মধ্যে গম আফগানিস্তানে পাঠাতে হবে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে গম পাঠানো নিয়ে শুক্রবার ভারত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে একটি মউ চুক্তি সাক্ষর করেছে। আফগানিস্তানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাতে গম হস্তান্তরিত হবে। পরে তারা আফগানবসীকে সেই গম বিতরণ করবে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version