Monday, November 10, 2025

ভারত তথা বাংলার সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই এবার চলে গেলেন কিংবদন্তি সুরকার বাপি লাহিড়ী। দীর্ঘ অসুস্থতার পর , মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আরও পড়ুন:সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

সত্তর-আশির-নব্বইয়ের দশকে বলিউডে একটার পর একটা সুপারহিট গানের স্রষ্টা বাপি লাহিড়ী। নিমেষে একের পর এক গানের কম্পোজ করতে পারতেন তিনি। ২০২০ সালে ‘বাঘি-৩’ ছবিতে শেষবার সুর দিয়েছিলেন করেছিলেন বাপি লাহিড়ী। কিংবদন্তি শিল্পী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে।

১৯৫২ সালের ২৭ নভেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি ছিলেন সঙ্গীত জগতেরই মানুষ। কিশোর কুমারের পরিবারের সঙ্গেও আত্মিক সম্পর্ক বাপি লাহিড়ির পরিবারের। তাই ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-র মতো সুপারহিট ছবিতে সুর দিয়েছেন। এছাড়াও প্রচুর বাংলা ও হিন্দি ছবির সুরকার ছিলেন বাপি লাহিড়ি। দুই ভাষাতেই গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন সুরলোকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version