প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের বাইরে ‘একতারা’ মুক্তমঞ্চে বাপ্পি লাহিড়ীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ আরো অনেকে । রাজ্য সরকারের পক্ষ থেকে বাপ্পি লাহিড়ীকে সম্মান জানাতে ‘একতারা ‘ মুক্তমঞ্চে এই আয়োজন করা হয়েছিল । প্রয়াত শিল্পীর অনুরাগীরা যাতে এখানে এসে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।
