Wednesday, August 27, 2025

International: বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠাল বিদ্যুৎ সংস্থা!

Date:

প্রাকৃতিক দূর্যোগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংক্রান্ত সরঞ্জাম অতএব ক্ষতিপূরণের আবেদন করলেন এক গ্রাহক। যা ক্ষতি হয়েছিল তা সামান্য খরচেই সামাল দেওয়া যেত। কিন্তু সেই টাকার বদলে ওই গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠায় বিদ্যুৎ সংস্থা (Northan Powergrid)! ব্রিটেনের (Britain) এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই।

আরো পড়ুন: Bappi Lahiri:মুম্বইয়ে হরেকরকম মাছ পাওয়া যায় না বলে দুঃখ করতেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি

গ্রাহকের নাম গ্যারেথ হিউজ (Gareth Hughe), যিনি নিজেও এমন ঘটনায় হতবাক। কিছুদিন আগেই আরওয়েন ঝড় ব্যাপক তাণ্ডব চালায় ব্রিটেনে। তাতেই বহু ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের দাপটে গ্যারেথ হিউজের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তিনি নর্দার্ন পাওয়ারগ্রিডকে (Northan Powergrid) এই বিষয়টি জানান এবং তারপরই অবাক কান্ড! প্রায় দু’লক্ষ কোটি টাকার চেক পাঠানো হয় গ্যারেথ হিউজকে(Gareth Hughe)। কিন্তু এই বিপুল অংকের টাকা কেন পাঠাল সংস্থা তা ভেবেই অস্থির হয়ে পড়েন তিনি। অবশ্য এই ক্ষতিপূরণ পাঠানোর জন্য বিদ্যুৎ সংস্থাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।কিন্তু প্রশ্ন হল এই পরিমাণ ক্ষতিপূরণ দিল কেন বিদ্যুৎ সংস্থা?

এই বিষয়ে নর্দার্ন পাওয়ারগ্রিডের পক্ষ থেকে বলা হয়েছে, ভুলবশত  ওই বিপুল পরিমাণ টাকার চেক ওই গ্রাহকের কাছে চলে গেছে। গ্যারেথ অবশ্য চেক পাওয়া মাত্রই কালবিলম্ব না করেই নেটমাধ্যমে বিষয়টি শেয়ার করেন। তখনই টনক নড়ে বিদ্যুৎ সংস্থার। তারা নোটিস পাঠিয়ে ওই গ্রাহককে জানান যে ভুলবশত চেকটি চলে গেছে, টাকাটি তাঁর নয়। শুধু গ্যারেথ নয়, নর্দার্ন পাওয়ারগ্রিড এর পক্ষ থেকে বলা হয়েছে যে এ রকম ৭৫ জন গ্রাহকের কাছে ভুল অঙ্কের ক্ষতিপূরণ পৌঁছেছে। তবে কীভাবে এত মানুষের সাথে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে নর্দার্ন পাওয়ারগ্রিড কর্তৃপক্ষ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version