Sunday, November 9, 2025

International: বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠাল বিদ্যুৎ সংস্থা!

Date:

প্রাকৃতিক দূর্যোগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংক্রান্ত সরঞ্জাম অতএব ক্ষতিপূরণের আবেদন করলেন এক গ্রাহক। যা ক্ষতি হয়েছিল তা সামান্য খরচেই সামাল দেওয়া যেত। কিন্তু সেই টাকার বদলে ওই গ্রাহককে দু’লক্ষ কোটি টাকা পাঠায় বিদ্যুৎ সংস্থা (Northan Powergrid)! ব্রিটেনের (Britain) এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে হইচই।

আরো পড়ুন: Bappi Lahiri:মুম্বইয়ে হরেকরকম মাছ পাওয়া যায় না বলে দুঃখ করতেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি

গ্রাহকের নাম গ্যারেথ হিউজ (Gareth Hughe), যিনি নিজেও এমন ঘটনায় হতবাক। কিছুদিন আগেই আরওয়েন ঝড় ব্যাপক তাণ্ডব চালায় ব্রিটেনে। তাতেই বহু ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের দাপটে গ্যারেথ হিউজের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তিনি নর্দার্ন পাওয়ারগ্রিডকে (Northan Powergrid) এই বিষয়টি জানান এবং তারপরই অবাক কান্ড! প্রায় দু’লক্ষ কোটি টাকার চেক পাঠানো হয় গ্যারেথ হিউজকে(Gareth Hughe)। কিন্তু এই বিপুল অংকের টাকা কেন পাঠাল সংস্থা তা ভেবেই অস্থির হয়ে পড়েন তিনি। অবশ্য এই ক্ষতিপূরণ পাঠানোর জন্য বিদ্যুৎ সংস্থাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।কিন্তু প্রশ্ন হল এই পরিমাণ ক্ষতিপূরণ দিল কেন বিদ্যুৎ সংস্থা?

এই বিষয়ে নর্দার্ন পাওয়ারগ্রিডের পক্ষ থেকে বলা হয়েছে, ভুলবশত  ওই বিপুল পরিমাণ টাকার চেক ওই গ্রাহকের কাছে চলে গেছে। গ্যারেথ অবশ্য চেক পাওয়া মাত্রই কালবিলম্ব না করেই নেটমাধ্যমে বিষয়টি শেয়ার করেন। তখনই টনক নড়ে বিদ্যুৎ সংস্থার। তারা নোটিস পাঠিয়ে ওই গ্রাহককে জানান যে ভুলবশত চেকটি চলে গেছে, টাকাটি তাঁর নয়। শুধু গ্যারেথ নয়, নর্দার্ন পাওয়ারগ্রিড এর পক্ষ থেকে বলা হয়েছে যে এ রকম ৭৫ জন গ্রাহকের কাছে ভুল অঙ্কের ক্ষতিপূরণ পৌঁছেছে। তবে কীভাবে এত মানুষের সাথে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্নের মুখে নর্দার্ন পাওয়ারগ্রিড কর্তৃপক্ষ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version