Tuesday, August 26, 2025

‘বাংলার গৌরব’ কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার ফুটবলে আবারও নক্ষত্রপতন। সুভাষ ভৌমিকের মৃত্যুশোক ভুলতে না ভুলতে এবার চলে গেলেন একই প্রজন্মের তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta) আজ, বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে প্রয়াত হন তিনি। কলকাতা (Kolkata)ময়দানের এই শিল্পী ফুটবলার গত ২৩ জানুয়ারি থেকেই কোভিডে আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষের কয়েকদিন তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতিই হয়। আজ শেষ হয়ে গেল তাঁর লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সর্বক্ষণ সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার খোঁজ রেখেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কিন্তু শেষরক্ষা হল না।

Local Train: পুরনো ফর্মে ফিরতে চলেছে লোকাল ট্রেন, চলবে আগের নিয়মেই

সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক শোকবার্তায় তিনি বলেন, “নক্ষত্র ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন। ১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বাংলার গৌরব’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। ব্যক্তিগত ভাবে আমি তাঁকে সুভদ্র মানুষ হিসেবে জানতাম। আমি সুরজিৎ সেনগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


জানা গিয়েছে, আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সুরজিৎ সেনগুপ্তর দেহ রাখা থাকবে গলফ গ্রীনের উদয় সদনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন গোটা বিষয়টি দেখার।

 

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version