চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে চলে গেলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার, দুপুর দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর সুরজিৎ। কোভিডে আক্রান্ত হয়ে ২৩ জানুয়ারি থেকে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুরজিৎ। তবে, এদিন মাল্টিঅর্গান ফেলিওয়রে মৃত্যু বলে হাসপাতাল সূত্রে খবর।

হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। শরীরের অক্সিজেনের মাত্রা কম ছিল। শ্বাসকষ্ট ছিল, সঙ্গে প্রচণ্ড কাশি। ২৯ থেকে ছিলেন ভেলন্টিলেশনে (Ventilation)। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছিল কৃত্রিম পদ্ধতিতে। এর আগে সোমবার রাত থেকে বাইপ্যাপ সাপোর্টে আইসিইউ (ICU)-তে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াজগৎ।

