Wednesday, November 12, 2025

ক্যাফেতে তোলাবাজি, তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপের, পাল্টা ধুইয়ে দিলেন কুণাল

Date:

যোধপুর পার্ক ক্যাফেতে (Jodhpur Park Cafe) তোলাবাজির ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না।” এরপরই তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”

আরও পড়ুন: গণতন্ত্র নিয়ে ভাষণে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রদূতকে তলব দিল্লির

দিলীপের মন্তব্যের পাল্টা ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “অবশ্যই যা হয়েছে অন্যায় হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এমনটা হওয়া উচিত হয়নি। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ফুটপাতে দোকান বসানো নিয়ে একটি অভিযোগ রয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” দিলীপ ঘোষের তোলাবাজ মন্তব্যে পাল্টা কুণাল বলেন, “সবচেয়ে বড় তোলাবাজ শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে রয়েছেন। সারদা কর্তা নিজে লিখে দিয়েছিলেন যে ৬ কোটি টাকা তোলাবাজির জন্য তাকে দিতে হয়েছে। তাকে আশ্রয় দিয়ে বিজেপিতে রেখে দিয়েছেন। আগের সেই তোলাবাজের কথা বলুন তারপর এই তোলাবাজির কথা বলবেন।”

গতকালই বিতর্কের জেরে বন্ধ হয়েছে ‘যোধপুর পার্ক উৎসব’। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। উচ্চ নেতৃত্বের চাপে বন্ধ করে দেওয়া হল যোধপুর পার্ক উৎসব। উল্লেখ্য, কলকাতার যোধপুর পার্কের (Jodhpur Park Cafe) একটি ক্যাফেতে  তোলাবাজির অভিযোগ ওঠে। ‘যোধপুর পার্ক উৎসব’-এর নাম করে টাকা চাইছিলেন তারা। যোধপুর পার্ক উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে ক্যাফে মালিককে টাকা দিতে চাপ দেওয়া হয়। ক্যাফের মালিকিন টাকা দিতে অস্বীকার করায় ‘যোধপুর পার্ক (Jodhpur Park) উৎসব’-এর উদ্যোক্তারা বুধবার রাতে ক্যাফের সামনে জমায়েত করেন বলে অভিযোগ। এরপর লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্যাফের মালকিন। পুলিশ জানিয়েছে, তদন্ত নেমেছে তারা। দোষীদের কঠোর শাস্তি হবে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version