Thursday, August 21, 2025

শাস্তির প্রক্রিয়া জারি তৃণমূলে: এবার উত্তর দিনাজপুরে ২২, মালদহে ১৪ নির্দল বহিষ্কৃত

Date:

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। তৃণমূল(TMC) নেতা পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ১০৮ পুরসভা কেন্দ্রে টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে তাদের প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। দলের নির্দেশ না মানায় পদক্ষেপের প্রক্রিয়া জারি রইল তৃণমূলে। জেলায় জেলায় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বহিষ্কার শুরু করলো ঘাসফুল শিবির। শনিবার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করায় উত্তর দিনাজপুরে ২২ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। বহিষ্কার ঘোষণা করেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা পুরসভায় নির্দলদের এদিন বহিষ্কার করেন তিনি।

অন্যদিকে, মালদহে দুই পুরসভার ১৪ জন প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল (Malda TMC)। পুরাতন মালদহে পুরসভার পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার ৯ নির্দল প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে। পরিতোষ চৌধুরীর স্ত্রী নির্দল প্রার্থী হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজবাজার পুরসভার চার নির্দল প্রার্থী দলের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করবেন, ঘোষণা করেছেন তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version