Thursday, July 3, 2025

Odisha: গুণধর! ভুয়ো চিকিৎসকের পরিচয়ে ১৮টি বিয়ে, জালে ৫৪ বছরের প্রতারক

Date:

ভুয়ো পরিচয় (Fake Identity) দিয়ে একাধিক বিয়ে, ৫৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল ওড়িশার (Odisha)পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তাঁর নাম রমেশ চন্দ্র সোয়াইন (Ramesh Chandra Swain)। নিজেকে ডাক্তার (Doctor) পরিচয় দিয়ে প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি কুকর্ম করে চলেছেন। পরিচয় গোপন করে প্রায় ১৪ জন মহিলাকে তিনি বিয়ে(Marrige) করেছেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তিনি ঠিক কতজন মহিলাকে বিয়ে করেছেন তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও ,সেই সংখ্যাটা প্রায় ১৪ থেকে ১৮,এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ(Police) প্রাথমিক ভাবে ১৪ জন মহিলাকে খুঁজে পেলেও পরে আরও ৪ জন মহিলার হদিশ পায়।

৫৪ বছরের রমেশ চন্দ্র সোয়াইন (Ramesh Chandra Swain) ভারতের বিভিন্ন প্রান্তের মহিলাদের বিয়ে করেছেন। শেষ ৪ জন মহিলার মধ্যে একজন হলেন কেরল সরকারের সিনিয়র অফিসার, একজন হলেন গুয়াহাটির ডাক্তার, আর একজন হলেন ভিলাইয়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং এবং ওড়িশার বাসিন্দা এক মহিলাও আছেন। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি যাঁদের বিয়ে করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই হলেন মধ্যবয়স্ক মহিলা। এঁদের মধ্যে প্রায় সকলেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সম্মানিত। প্রায় প্রত্যেকেই প্রতারিত হয়ে রমেশ চন্দ্র সোয়াইনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পাশাপাশি রমেশ চন্দ্র সোয়াইনের বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে বলেই সূত্রের খবর। এমনকি ডাক্তারি পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে ১৮ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ রমেশ বাবুর বিরুদ্ধে। তবে একাধিক বিয়ের ঘটনা প্রকাশ্যে আসার পরেই তাঁর অন্যান্য কুকীর্তির হদিশ পায় পুলিশ।

গা ছমছমে খুনের গল্প ‘ইকির মিকির’

 

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version