Friday, July 4, 2025

কেন দলে নেই রাহানে, ঋদ্ধি, পূজারা? মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা

Date:

আসন্ন শ্রীলঙ্কার (Srilanka)  বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজে দলে রাখা হয়নি ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha)। কেন দলে রাখা হয়নি তার ব‍্যাখ‍্যা দিলেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা ( Chetan Sharma)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে চেতন শর্মা বলেন, “ঋদ্ধিমানকে বাদ দেওয়ার পিছনে আলাদা করে কোনও কারণ নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি, আগামী দু’টি টেস্টে ওদের চারজনকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলে ওদের বার্তা পৌঁছে দিয়েছি। এটাও বলেছি, রঞ্জিতে খেলুক ওরা। রঞ্জির পারফরম্যান্সকেই আমরা প্রাধান্য দিচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে শুধু বয়সকেই আমরা প্রাধান্য দিই, সেটা নয়। কিন্তু এটাও ঠিক, নতুনদের সুযোগ দিতে হবে। যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের উচিত ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে দলে সুযোগ পাওয়া। তার জন্যেই আমরা বলি আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কিছুতে ব্যস্ত না থাকলে রঞ্জি খেলা উচিত। তবে এই বাদ পড়া কেবলই দুটো ম্যাচের জন্যে। এর মাঝে ভাল খেললে পরে আবার জাতীয় দলের জন্য দরজা খুলে যেতে পারে।”

একই কথা বলা হয় অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার ক্ষেত্রেও। রাহানে, পূজারাকে দলে না নেওয়া নিয়ে চেতন শর্মা বলেন,” রাহানে সম্প্রতি শতরান করেছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই ভাল খেলছে। আশা করি পূজারাও রান পাবে। ফলে ওদের সামনে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। শুধু দুটো ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:India Team: আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা, দল থেকে বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি

 

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version