Thursday, August 21, 2025

কেন দলে নেই রাহানে, ঋদ্ধি, পূজারা? মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা

Date:

আসন্ন শ্রীলঙ্কার (Srilanka)  বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজে দলে রাখা হয়নি ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha)। কেন দলে রাখা হয়নি তার ব‍্যাখ‍্যা দিলেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা ( Chetan Sharma)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে চেতন শর্মা বলেন, “ঋদ্ধিমানকে বাদ দেওয়ার পিছনে আলাদা করে কোনও কারণ নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি, আগামী দু’টি টেস্টে ওদের চারজনকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলে ওদের বার্তা পৌঁছে দিয়েছি। এটাও বলেছি, রঞ্জিতে খেলুক ওরা। রঞ্জির পারফরম্যান্সকেই আমরা প্রাধান্য দিচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে শুধু বয়সকেই আমরা প্রাধান্য দিই, সেটা নয়। কিন্তু এটাও ঠিক, নতুনদের সুযোগ দিতে হবে। যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের উচিত ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে দলে সুযোগ পাওয়া। তার জন্যেই আমরা বলি আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কিছুতে ব্যস্ত না থাকলে রঞ্জি খেলা উচিত। তবে এই বাদ পড়া কেবলই দুটো ম্যাচের জন্যে। এর মাঝে ভাল খেললে পরে আবার জাতীয় দলের জন্য দরজা খুলে যেতে পারে।”

একই কথা বলা হয় অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার ক্ষেত্রেও। রাহানে, পূজারাকে দলে না নেওয়া নিয়ে চেতন শর্মা বলেন,” রাহানে সম্প্রতি শতরান করেছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই ভাল খেলছে। আশা করি পূজারাও রান পাবে। ফলে ওদের সামনে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। শুধু দুটো ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:India Team: আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা, দল থেকে বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version