Sunday, November 16, 2025

“দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।” রবিবার বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের উদ্দেশে এভাবেই  কড়া বার্তা  দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অনেকেই তো বিজেপিতে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি।  নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পুরণ হবে না। দলেও ফেরা যাবে না।”

তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নির্দল প্রার্থীরা ভোটে জিতলে কোনও ভাবেই তাদের আর দলে ফেরানো হবে না । নির্দল প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে যারা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন তারা দলে রয়ে গিয়েছেন । যারা সেই সময়সীমার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করেননি তাদের বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যেই বহিষ্কারের পদক্ষেপ শুরু হয়েছে ।
জেলায় জেলায় গত কয়েকদিনে একাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে । রবিবারই উত্তর ২৪ পরগনায় ৬১ জন নির্দল প্রার্থী বহিস্কৃত হয়েছে।

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version