Thursday, August 21, 2025

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাধন পান্ডের শেষকৃত্য, নিমতলা মহাশ্মশানে শেষশ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে অভিষেক

Date:

সুব্রত মুখোপাধ্যায়ের পর সাধন পান্ডে। আরেক বর্ষীয়ান ও বর্ণময় নেতার প্রয়াণে শোকোস্তব্ধ তৃণমূল কংগ্রেস পরিবার। মন্ত্রী সাধন পান্ডেকে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে মন্ত্রীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অপরাজেয় এই বিধায়কের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। এর আগে গতবছর ৫ নভেম্বর রাজ্যের আরেক বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতেও কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন অভিষেক।

এদিন নিমতলা শ্মশানঘাটে সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধনবাবুর কন্যা শ্রেয়া পান্ডেকে সমবেদনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেতাকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে অভিষেক লেখেন, “বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সাথে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version