Sunday, August 24, 2025

আনিসের রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের, রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ

Date:

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা ছাত্রনেতা আনিস খানের(Anis khan) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের জন্য শুনানির আবেদন গ্রহন করল হাইকোর্ট(HighCourt)। সোমবার আদালতের তরফে রাজ্য সরকারকে(State Govt) নির্দেশ দেওয়া হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে রাজ্যসরকারকে তাদের অবস্থান জানানোর। ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে এই আবেদনের শুনানি রয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আনিসের মৃত্যুর ঘটনায় সিট(SIT) গঠন করে নিরপেক্ষ তদন্ত করা হবে। সিটের নেতৃত্বে থাকছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি, সিআইডি।

আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল ছাত্রসমাজ। রাজ্যজুড়ে চলছে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি এই পরিস্থিতিতে আনিস খানের মৃত্যু-রহস্য উদঘাটনে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী। সোমবার সেই আবেদন গ্রহন করেছে আদালত। পাশাপাশি এবিষয়ে রাজ্যসরকারকে তার অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে আবেদনকারি আইনজীবী কৌস্তব বাগচী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিচারপতি মান্থার কাছে আবেদন জানিয়েছিলাম, এমন একটি বিষয়ে আদালত চুপ করে থাকতে পারে না। বিচারপতি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদনটি গ্রহণ করেছেন। রাজ্যের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন।’

আরও পড়ুন:Mamata: দেউচা পাচামিতে জোর করে জমি নয়: লক্ষাধিক চাকরি, জমির দ্বিগুণ দামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে আনিস খানের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যসরকারের কঠোর অবস্থানের কথা এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাবে তিনি জানান, এ ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। তবে, কখনোই দোষীদের ছেড়ে দেওয়া হবে না। জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। সেটা কারও হাতে নেই তবে, মৃত ছাত্রনেতার পরিবার যেন সরকারের ওপর আস্থা রাখে। এর কোনো ক্ষমা হয় না। তিনি আরও জানিয়েছেন যে, বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version