Tuesday, November 4, 2025

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাধন পান্ডের শেষকৃত্য, নিমতলা মহাশ্মশানে শেষশ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে অভিষেক

Date:

সুব্রত মুখোপাধ্যায়ের পর সাধন পান্ডে। আরেক বর্ষীয়ান ও বর্ণময় নেতার প্রয়াণে শোকোস্তব্ধ তৃণমূল কংগ্রেস পরিবার। মন্ত্রী সাধন পান্ডেকে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে মন্ত্রীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অপরাজেয় এই বিধায়কের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। এর আগে গতবছর ৫ নভেম্বর রাজ্যের আরেক বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতেও কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন অভিষেক।

এদিন নিমতলা শ্মশানঘাটে সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধনবাবুর কন্যা শ্রেয়া পান্ডেকে সমবেদনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেতাকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে অভিষেক লেখেন, “বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সাথে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version