Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

চলতি বছরের টি-২০ বিশ্বকাপে কেমন দল চান, সেটাও মোটামুটি ঠিক করে ফেলেছেন দ্রাবিড়

রবিবার ইডেনে ( Eden) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল ( India Team) । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের পর টি-২০ সিরিজেও দাপট দেখা যায় রোহিত শর্মাদেরও (Rohit Sharma)। আর দলের এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। তাইতো এখন দিয়েই চলতি বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন ভারতের দ‍্যা ওয়াল। এমনকি চলতি বছরের টি-২০ বিশ্বকাপে কেমন দল তাঁরা চান, সেটাও মোটামুটি ঠিক করে ফেলেছেন বলে জানান তিনি।

এই নিয়ে দ্রাবিড় বলেন,” রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালন সমিতি এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও ফরমুলা নেই। কিন্তু দলের ভারসাম্য কেমন রাখা উচিত সেটা জানি। আপাতত দলটাকে অন্য ভাবে গড়ে নিতে চাইছি এবং প্রত্যেকের চাপও কিছুটা কমাতে চাইছি।”

এরপাশাপাশি দ্রাবিড় আরও বলেন,” অস্ট্রেলিয়ায় যে ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা কাদের মধ্যে রয়েছে সেটা আমরা জানি। কিন্তু এখনও চূড়ান্ত কিছু ঠিক করে ফেলিনি। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেককে সমান সুযোগ দিতে চাই। সবাই সমান সুযোগ পাবে।”

আরও পড়ুন:Sc EastBengal: শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচের