Monday, November 3, 2025

Sc EastBengal: শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচের

Date:

মঙ্গলবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি (Mumbai City Fc)। হেভিওয়েট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচ মারিও রিভেরার। চলতি আইএসএলে এখনও পযর্ন্ত একটিতে জয় লাল-হলুদের। যার ফলে ১৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্টবয় ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে মঙ্গলবার শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

মুম্বই সিটির বিরুদ্ধে প্রথম লেগে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই ফলাফল কি উদ্দীপ্ত করবে এই ম্যাচে? মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে কী স্ট্রাটেজিতে নামতে চলেছে লাল-হলুদ। জবাবে মারিও বলেন, “আমরা যদি ড্রয়ের জন্য খেলি, আমরা অল্প ভাগ্য নিয়েই আমরা ওদের আটকাতে পারব, যেভাবে আমরা প্রথম লেগে করেছি। কিন্তু আমরা জেতার জন্য নামব। আমাদের ঝুঁকি নিতে হবে এবং আমরা তৈরি। ইস্টবেঙ্গল জেতার জন্যই মাঠে নামে। আপাতত আমরা জয়ের স্ট্রাটেজি নিয়েই মাঠে নামব।”

প্রতি ম্যাচে ভালো লড়াই করেও কোনও না কোনও ভুল করেই চলেছে এসসি ইস্টবেঙ্গল। এগুলো নিয়ে কী আলোচনা চলছে? এই নিয়ে মারিও বলেছেন, “প্রতিটা ম্যাচের পর, আমরা ম্যাচটিকে পর্যালোচনা করি। আমরা ভুলটিকে খুঁজতে চেষ্টা করি এবং সেটিকে শুধরে নিই। এবং ভালো বিষয়গুলিকে সঙ্গে রাখি।”

এসসি ইস্টবেঙ্গলের নানা নেতিবাচকতার মধ্যে অন্যতম ইতিবাচক হল হীরা মন্ডল। আইএসএলে অন‍্যতম সেরা ফুটবলার। তরুণ বাঙালি ডিফেন্ডারকে নিয়ে মারিও বলেন, “হীরা একজন দুর্দান্ত ফুটবলার এবং ওর মধ্যে দারুণ কিছু স্কিল রয়েছে। যদি ও এরকমভাবে খেলতে থাকে এবং নিয়মিত শিখে নেয়, ও শীঘ্রই জাতীয় দলে জায়গা পাবে। কিন্তু এখন, ওকে আরও বেশি জানতে হবে আর ভুলগুলি শোধরাতে হবে। ও সঠিক পথেই যাচ্ছে।”

আরও পড়ুন:CAB: ঋদ্ধির আচরণে ক্ষুব্ধ সিএবি সচিব, বললেন, সৌরভের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনা উচিত হয়নি ওর

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version