Monday, November 3, 2025

Sc EastBengal: শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচের

Date:

মঙ্গলবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি (Mumbai City Fc)। হেভিওয়েট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচ মারিও রিভেরার। চলতি আইএসএলে এখনও পযর্ন্ত একটিতে জয় লাল-হলুদের। যার ফলে ১৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্টবয় ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে মঙ্গলবার শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

মুম্বই সিটির বিরুদ্ধে প্রথম লেগে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই ফলাফল কি উদ্দীপ্ত করবে এই ম্যাচে? মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে কী স্ট্রাটেজিতে নামতে চলেছে লাল-হলুদ। জবাবে মারিও বলেন, “আমরা যদি ড্রয়ের জন্য খেলি, আমরা অল্প ভাগ্য নিয়েই আমরা ওদের আটকাতে পারব, যেভাবে আমরা প্রথম লেগে করেছি। কিন্তু আমরা জেতার জন্য নামব। আমাদের ঝুঁকি নিতে হবে এবং আমরা তৈরি। ইস্টবেঙ্গল জেতার জন্যই মাঠে নামে। আপাতত আমরা জয়ের স্ট্রাটেজি নিয়েই মাঠে নামব।”

প্রতি ম্যাচে ভালো লড়াই করেও কোনও না কোনও ভুল করেই চলেছে এসসি ইস্টবেঙ্গল। এগুলো নিয়ে কী আলোচনা চলছে? এই নিয়ে মারিও বলেছেন, “প্রতিটা ম্যাচের পর, আমরা ম্যাচটিকে পর্যালোচনা করি। আমরা ভুলটিকে খুঁজতে চেষ্টা করি এবং সেটিকে শুধরে নিই। এবং ভালো বিষয়গুলিকে সঙ্গে রাখি।”

এসসি ইস্টবেঙ্গলের নানা নেতিবাচকতার মধ্যে অন্যতম ইতিবাচক হল হীরা মন্ডল। আইএসএলে অন‍্যতম সেরা ফুটবলার। তরুণ বাঙালি ডিফেন্ডারকে নিয়ে মারিও বলেন, “হীরা একজন দুর্দান্ত ফুটবলার এবং ওর মধ্যে দারুণ কিছু স্কিল রয়েছে। যদি ও এরকমভাবে খেলতে থাকে এবং নিয়মিত শিখে নেয়, ও শীঘ্রই জাতীয় দলে জায়গা পাবে। কিন্তু এখন, ওকে আরও বেশি জানতে হবে আর ভুলগুলি শোধরাতে হবে। ও সঠিক পথেই যাচ্ছে।”

আরও পড়ুন:CAB: ঋদ্ধির আচরণে ক্ষুব্ধ সিএবি সচিব, বললেন, সৌরভের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনা উচিত হয়নি ওর

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version