Sunday, November 9, 2025

তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুল চালাচ্ছেন সাহসিনী, পড়তে আসে মেয়েরাও

Date:

তালিবান(Taliban) আফগানিস্তানের(Afganistan) দখল নেওয়ার পর কাবুলিওয়ালার দেশে ফের ফিরে এসেছে অন্ধকার যুগ। ব্যাপক ধ্বংসলীলা চালানোর পাশাপাশি মহিলাদের উপর জারি হয়েছে কড়া বিধিনিষেধ। নারীশিক্ষা সেখানে এখন অতীত। যদিও তালিবান শাসনে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও আফগানিস্থানের দুর্গম পাহাড়ি অঞ্চলে চলছে এক স্কুল। স্কুল যিনি চালাচ্ছেন তিনি একজন মহিলা এবং সেখানে পড়ুয়াদের অধিকাংশই মেয়ে। তালিবান জামানতেও বন্ধ হয়নি ২২ বছর বয়সী সাহসিনী ফ্রেশতার(Freshta) স্কুল(School)।

জানা যায়, মাত্র ১২ বছর বয়সে এই স্কুল খুলেছিলেন ফ্রেশতা। পাহাড়ি এই অঞ্চলে মহিলাদের শিক্ষার হার অত্যন্ত কম। তবে যেটুকু শিক্ষার আলো এখানে পৌঁছেছে তার সবটুকু কৃতিত্ব ফ্রেশতার। কয়েক মাস আগেই বামিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তিনি এই এলাকার একমাত্র স্নাতক।

অবৈতনিক স্কুলটিতে প্রতিদিন দু’ঘণ্টা ধরে পড়াশোনার চলে। পড়াশোনা করে আশপাশের ৫০ টি পরিবারের সন্তান। যাদের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে। আফগানিস্তানে যখন সরকারি শাসন ছিল তখন মার্কিন সেনা এই স্কুলটি পাহারায় থাকতো। তবে আগস্টে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আফগানবাসীর উপর নেমে আসে তালিবানি রক্তচক্ষু। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেশতা বলেন, আমার এই স্কুল অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু তালিবান যখন এই অঞ্চলে ঢুকে পড়ে তখন আমার বন্ধুরা আমাকে সাবধান করে দেয়। অত্যন্ত ভয়ে ছিলাম আমরা। প্রথমত আমি স্কুল চালাই তার উপর মেয়েদের পড়াই। ফলস্বরূপ স্কুলের সব পোস্টার, আঁকা ছবি, রং, পেন সব নদীতে ফেলে দিতে হয়। বেশ কয়েকবার তালিবানের মুখোমুখি হতে হয়েছে। যদিও তালিবানকে ঘুনাক্ষরেও টের পেতে দেওয়া হয়নি এখানে কোনও স্কুল রয়েছে।

আরও পড়ুন:আনিস হত্যাকাণ্ডে প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী

ফ্রেশতা আরো বলেন, স্কুলের নিজস্ব কোনও রোজগার নেই। যেটুকু সামান্য অনুদান আসে তা দিয়ে স্কুল রক্ষণাবেক্ষণের কাজ চলে। নিজের স্বপ্নের স্কুলকে আগামী দিনেও একই ভাবে চালিয়ে যেতে চান এই অসমসাহসী আফগান তরুণী। এই মুহূর্তে খাদ্য সংকটে বিপন্ন কাবুলিওয়ালার দেশ। তবু পেটে খিদে নিয়েও ফ্রেশতার পড়ুয়ারা আসে রোজ। আর পাঠ নেয় জীবনের। প্রতিকুলতাকে পিছনে ফেলে শিরদাঁড়া সোজা করে চলছে এক স্বপ্ন পূরণের লড়াই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version