Sunday, November 16, 2025

সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানাতে প্রথমবার বিধানসভায় ঋতুপর্ণা, কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গেও

Date:

(প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর ঋতুপর্ণাকে নিয়ে বিধানসভার ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়)

প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পান্ডে। সোমবার বেলা ১২টায় বিধানসভায় নিয়ে আসা হয়েছিল অপরাজেয় ৯বারের বিধায়কের মরদেহ। বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের শেষযাত্রায় সামিল হয়েছিলেন বহু মানুষ। বিধানসভায় সাধন পান্ডেকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক, মন্ত্রী এবং বিশিষ্টজনেরা। সাধন বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় এসেছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই প্রথমবার বিধানসভায় পা রাখলেন ঋতুপর্ণা। তিনি সাধনবাবুর পারিবারিক বন্ধুও। এদিন অভিনেত্রী যখন বিধানসভায় যান, তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর ঋতুপর্ণাকে নিয়ে বিধানসভার ভেতরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “সাধনদা, শ্রেয়া আমার পরিবার। আমাকে খুবই স্নেহ করতেন সাধনদা, খুবই ভালোবাসতেন। বড়মাপের মানুষ ছিলেন। শেষদিন অবধি মানুষের জন্য কাজ করে গেছেন। এমন এক মহান ব্যক্তিত্ব চলে যাওয়াতে প্রত্যেকের মধ্যে শূণ্যতা তৈরি হয়েছে। তিনি ছিলেন অপরাজিত। আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি, কারণ এই ভালোবাসা আর তো পাব না। তবে প্রার্থণা করি উনি যেখানেই থাকুন, ভালো থাকুন।”

খুব স্বাভাবিক ভাবেই তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হলো? ঋতুপর্ণা জানান, “আমি প্রথমবার বিধানসভায় এলাম। দিদি বললেন ভেতরে এসে একটু দেখে যেতে। সাধনদার চলে যাওয়াতে দিদিরও মনটা একেবারে ভালো নেই। অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হল, তাই বসে একটু কথা বললাম। আমাকে উনি খুব স্নেহ করেন। বললেন, তুমি এসেছ, ভালো করেছো।”

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version