Srilanka Cricket: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ প্রথম ম্যাচ লখনউ এবং বাকি দু’টি ম্যাচ হবে ধর্মশালাতে।

২৬ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে টি-২০(T-20) সিরিজ এবং টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (India)। তার আগে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। সোমবার ১৮ জনের দল ঘোষণা করেছে তারা। এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। সহকারী অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে চরিত আসালঙ্কাকে। দলে রয়েছেন কুশল মেন্ডিস, পথুম নিশঙ্ক, দীনেশ চন্ডীমল এবং দানুষ্কা গুণতিলকের মতো ক্রিকেটার।

এছাড়াও দলে রয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গা। স্পিন বিভাগে রয়েছেন মহেশ থিকশানা এবং জেফ্রি ভ্যান্ডারসে। রয়েছেন আশিয়ান ড্যানিয়েলও।

ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ প্রথম ম্যাচ লখনউ এবং বাকি দু’টি ম্যাচ হবে ধর্মশালাতে।

আরও পড়ুন:ঋদ্ধিকে সাংবাদিকের হুমকির ঘটনার পরই নড়েচড়ে বসল বিসিসিআই, নতুন গাইডলাইন বিসিসিআইয়ের

 

Previous articleCovid-19: ১২-১৮ বছর বয়সীদের জন্য করবিভ্যাক্স ভ্যাকসিনকে অনুমতি দিল DCGI
Next articleযোগী উন্নয়নের ঢাক পেটালেও আজও ‘পরাধীন’ উন্নাওয়ের মেয়েরা