Mamata: রাজ্যপাল অকারণে ফাইলে সই করতে দেরি করছেন: তোপ দাগলেন মমতা

ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ মমতার

এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে রাজ্যের ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছে। সোমবার, নবান্নে সংবাদিক বৈঠকে ফের এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, অকারণে ফাইলে সই করতে দেরি করছেন রাজ্যপাল। “কিছু করতে গেলেই কয়েকজন বাধাদান করছেন। দেউচা পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে। সরকার অনেক টাকা খরচ করবে।“ আস্বাস দেন মুখ্যমন্ত্রী।

রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজভবনে আসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। বিধানসভা অধিবেশন ডাকার সুপারিশও ফিরিয়েছেন অজুহাত দেখিয়ে। এবং এইসব গুরুত্বপূর্ণ চিঠি তিনি নিজের টুইটার (Twittter) হ্যান্ডেলে প্রকাশও করে দিয়েছেন। এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। কিন্তু ধনকড় আছেন তাঁর মতোই। এর আগেও তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে সময় নষ্টের অভিযোগ করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিযোগ করেলন মুখ্যমন্ত্রী। তবে, এখনও এর উত্তরে কোনও টুইট করেননি ধনকড়।

আরও পড়ুন- CAA আইন বলবৎ হবে, তবে করোনার পর: অন্দরের কোন্দল মেটাতে আশ্বস্ত করলেন শাহ

Previous articleCAA আইন বলবৎ হবে, তবে করোনার পর: অন্দরের কোন্দল মেটাতে আশ্বস্ত করলেন শাহ
Next articleবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার প্রেমিক