Tuesday, August 26, 2025

Kl Rahul: মানবিক রাহুল, ১১ বছরের উঠতি ক্রিকেটারের অস্ত্রোপচারে আর্থিক সাহায্য ভারতীয় ব‍্যাটারের

Date:

১১ বছরের ছোট্ট ছেলের কাছে ভগবানের মত সামনে এলেন কে এল রাহুল (Kl Rahul)। কঠিন রোগে আক্রান্ত ১১ বছরের ভরদ । দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন উঠতি এই ক্রিকেটারের। কিন্তু বাদ সাধে বিপুল খরচ। এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসেন কেএল রাহুল। তরুণ ক্রিকেটারের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন ভারতীয় দলের (Team India) সহ-অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটারদের অনেক সময়ই সমালোচনা করা হয় তাদের গ্ল্যামার ও হাইপ্রোফাইল জীবন কাটানোর জন্য। কিন্তু সেই জীবনের বাইরে একটি মনুষ্যত্ব রয়েছে এই ক্রিকেটারদের। আর তার উদাহরণ বারবার এসেছে আমাদের সামনে। এবার সেই মনুষ্যত্ব দেখালেন কেএল রাহুল।

১১ বছরের ছোট্ট ছেলে ভরদ একটি দুরারোগ্য রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে, আর সেই কারণে মুম্বইয়ের এক হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন ছিল ভরদের। কিন্তু সেই ট্রান্সপ্লান্টে দরকার  প্রায় ৩৫ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে ভরদের বাবা-মা একটি অনলাইন তহবিল খোলেন। আর এই বিষয়টি নজরে আসে তারকা ভারতীয় ব্যাটার কেএল রাহুলের। সেই মুহুর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেন রাহুল। আর তারপর ৩৫ লক্ষ টাকার মধ্যে ৩১ লক্ষ টাকা অনুদান করেন ভারতীয় এই ব‍্যাটার।

এই নিয়ে রাহুল বলেন, “যখন আমি ভরদের পরিস্থিতির বিষয়ে জানতে পারি, আমি ওদের সঙ্গে যোগাযোগ করি, যাতে আমরা ওকে সাহায্য করতে পারি। আমি খুশি যে অস্ত্রোপচার সফল হয়েছে, আর ও ভালো আছে। আমি আশা করি ভরদ নিজের পায়ে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় আর নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমি আশা করি, আমার অনুদান আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং এই ভালো কাজে এগিয়ে আসবে।”

এদিকে রাহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভরদের মা বলেন, “আমরা কেএল রাহুলের কাছে কৃতজ্ঞ ভরদের অস্ত্রোপচারের জন্য এত বড় অনুদান করার জন্য। ধন্যবাদ রাহুল।”

আরও পড়ুন:Surajit Sengupta: ৭ মার্চ ইস্টবেঙ্গল ক্লাবে সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version