Thursday, August 21, 2025

১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন, প্রশ্নের মুখে দিল্লির আইনশৃঙ্খলা

Date:

নারী নির্যাতনের বিরাম নেই। মৃত্যুদণ্ডের সাজাও সামাজের অপরাধপ্রবণতা কমাতে পারছে না। দিল্লিতে (Delhi) গণধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে রয়েছে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তারপরেও দিল্লিতে অসুরক্ষিত মেয়েরা। গত জানুয়ারিতেই ৮ বছরের এক শিশুকন্যা এবং ৮৭ বছরের এক বৃদ্ধা গণধর্ষণের শিকার হয়েছিলেন। এবার গণধর্ষিতা ও খুন ১৪ বছরের এক নাবালিকা। ধর্ষণ করার পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এই ঘটনায় দুই অভিযুক্তের মধ্যে সোমবার একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। ঘটনার দুদিন পর বিষয়টি জানা যায়। মৃত নাবালিকার কয়েকদিন ধরেই খোঁজ না মেলায় তার পরিবার স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ জানায়। কিন্তু তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকার কোনও সন্ধান পায়নি। এরই মধ্যে দিল্লির (Delhi) নিরালা এলাকার এক ব্যবসায়ী পুলিশকে জানান, তিনি কয়েকদিন শহরের বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাঁর দোকান বন্ধ এবং ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যে কর্মীকে তিনি দোকানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশের সাহায্যে দোকানের শাটার ভেঙে দেখা যায়, বস্তার মধ্যে রয়েছে একটি পচা গলা মৃতদেহ। বস্তাটি গোবর দিয়ে চাপা দেওয়া ছিল। বস্তা খুললে উদ্ধার হয় নাবালিকার দেহ। দেহ উদ্ধারের পরই ডিসিপি বিজেন্দ্র যাদবের (Bijendra Yadav) নেতৃত্বে একটি বিশেষ বাহিনী গঠন করে তদন্তে নামে দিল্লি পুলিশ। সোমবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেতেই ‘ধর্ষক’ রাম রহিমকে ‘জেড প্লাস’ নিরাপত্তা বিজেপি সরকারের

বিজেন্দ্র জানিয়েছেন, ওই অভিযুক্ত মুম্বই পালানোর চেষ্টা করছিল। ঠিক সময় তাঁরা তাকে ধরে ফেলেছেন। ডিসিপি জানিয়েছেন, খুব সম্ভবত কাজ দেওয়ার নাম করে ওই নাবালিকাকে দোকানের মধ্যে নিয়ে আসা হয়েছিল। তারপর শাটার বন্ধ করে সেখানেই তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি চাপা দিতে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্তরা। ধৃতকে জেরা করে অপর অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version