Sunday, November 9, 2025

চিকিৎসা শাস্ত্রেও হিন্দুত্ববাদ! কলকাতা মেডিক্যাল কলেজে হিপোক্রেটিকের বদলে চরক শপথ পাঠ

Date:

চিকিৎসাশাস্ত্রেও এবার গৈরিকীকরণ! কলকাতা মেডিক্যাল কলেজে হিপোক্রেটিক শপথের বদলে হবু ডাক্তারদের পাঠ করানো হল চরক শপথ। গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের নামাঙ্কিত শপথে চিকিৎসকের ধর্ম পালনের কথা দিতেন ডাক্তারবাবুরা। এবার তার জায়গায় চরকের নামে হল শপথগ্রহণ!এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।

আরও পড়ুন:বীরভূমে ব্যবসায়ীকে গুলি করে খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

সোমবার এই ঘটনার পর বিক্ষোভ দেখায় এআইডিএসও, মেডিক্যাল সার্ভিস সেন্টার। হিপোক্রেটিক ওথ বদলে এবার চরক শপথ। প্রাথমিক প্রস্তাব এসেছিল আগেই। যাকে ঘিরে জন্ম নিয়েছিল জল্পনা। যদিও এ নিয়ে চূড়ান্ত কোনও নির্দেশিকা এখনও পাঠায়নি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল। যদিও যিনি শপথ পাঠ করিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রঘুনাথ মিশ্র জানিয়েছেন, এনএমসির (NMC) গাইডলাইন মেনে চরকের নামে শপথ নেওয়া হয়েছে।যা শুনে, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলছেন, ‘‘চরক শপথ পাঠ করানোর ঘটনাটি শুনলাম। এমনটা যে হবে, আমাকে কেউ কিছুই জানাননি। এর বেশি আর কী বলব!’’

এমবিবিএস পাশ করে চিকিৎসক পেশার শুরুতে কনভোকেশনে বিশ্ব জুড়ে হিপোক্রেটিক শপথ নিতেন চিকিৎসকেরা। ৭ ফেব্রুয়ারি আচমকা সেটি বদলের জন্য এনএমসি-র উদ্যোগ প্রকাশ্যে আসতেই বিরোধিতা করে সমস্ত সংগঠন। গৈরিকীকরণের অভিযোগ ওঠে। মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল শিক্ষার সঙ্গে পরিপূরক শপথকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ভারতীয় ঐতিহ্যবাদের নামে চরক শপথ পাঠ করানো কার্যত নজিরবিহীন ঘটনা৷ এই শপথ পাঠ মেডিকেল শিক্ষায় গৈরিকীকরণের নামান্তর। কারণ, চরক শপথ অবৈজ্ঞানিক বিষয়। এর মাধ্যমে হিন্দুত্ববাদকে তুলে ধরার চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন৷ আইএমএ-র রাজ্য সম্পাদক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন এ দিন বলেন, ‘‘বিষয়টি নিয়ে এনএমসি-র চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা জানিয়েছিলেন বিষয়টি ঐচ্ছিক থাকবে। তার পরে কী ভাবে কলকাতা মেডিক্যাল কলেজে এটা হল তা জানি না।’’

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version