Thursday, August 28, 2025

Agitation: বিশৃঙ্খলা তৈরির চেষ্টা! সিট গঠনের পরেও পথে নেমে বিক্ষোভ আলিয়া-যাদবপুরের পড়ুয়াদের

Date:

আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ছাত্র বিক্ষোভ কলকাতার বিভিন্ন প্রান্তে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ছাত্ররা মহাকরণ অভিযানের ডাক দেন। মল্লিকবাজার, পার্কসার্কাস হয়ে মহাকরণের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মানববন্ধন করেন তাঁরা। কখনও রাস্তায় বসে, কখনও শুয়ে পড়েন পড়ুয়া। পুলিশের (Police) তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে হলেও, পড়ুয়াদের বাধা দেয় হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Javadpur University) ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই (SFI)। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, সংশ্লিষ্ট বিভাগ ও অরবিন্দ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) আনিস রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠনের নির্দেশ দেন। সিট ইতিমধ্যেই গঠিত হয়েছে। তিন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ন্যূনতম সময় লাগবে। সেখানে প্রশাসনকে না দিয়ে কেন এই বিক্ষোভ! তৃণমূল (TMC) মুখপাত্র, কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ছাত্রনেতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যেখানে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন, তিনিও জড়িত হলে ছাড় পাবেন না। সেখানে অযথা রাজনীতি না করে তদন্তকারীদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলেছে। এতে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version