Tuesday, December 23, 2025

প্রয়োজন নেই কোয়ারান্টাইন, স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

করোনার (Corona)তৃতীয় ঢেউ কাটিয়ে এবার স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ১৫ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিমানবন্দরগুলি (Airport) তাদের কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করবে বলে সূত্রের খবর। স্বাস্থ্য মন্ত্রক ১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। বিমান যাত্রীদের জন্য সাতদিনের হোম কোয়ারেন্টাইন (Home Quarantine) বাধ্যতামূলক নয়। অষ্টম দিনে তাঁদের আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। যাত্রার ৭২ ঘণ্টা আগে পাওয়া একটি নেতিবাচক RTPCR রিপোর্ট আপলোড করা ছাড়াও, দেশগুলি থেকে প্রদত্ত কোভিড (Covid) টিকার সময়সূচি সম্পূর্ণ হওয়ার শংসাপত্র আপলোড করার সুযোগ রয়েছে।

বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী কোভিড সংক্রমণের হার। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শের পরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আন্তর্জাতিক বিমান চালানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে, এখনও পর্যন্ত অসামরিক বিমান পরিবহনের মন্ত্রকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Corona update: সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু!

সূত্রের খবর, “নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি ১৫ মার্চ থেকে আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক বিমান আসার নির্দেশিকাগুলি এই বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরগুলিতে অনুসরণ করা হবে। এছাড়াও, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কোনও রকম বিভেদ থাকবে না বলেও জানানো হয়েছে। এরফলে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসার ফলে বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই।

 

spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...