প্রয়োজন নেই কোয়ারান্টাইন, স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা

১৫ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বিমান আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনার (Corona)তৃতীয় ঢেউ কাটিয়ে এবার স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ১৫ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান চালুর সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিমানবন্দরগুলি (Airport) তাদের কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করবে বলে সূত্রের খবর। স্বাস্থ্য মন্ত্রক ১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। বিমান যাত্রীদের জন্য সাতদিনের হোম কোয়ারেন্টাইন (Home Quarantine) বাধ্যতামূলক নয়। অষ্টম দিনে তাঁদের আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। যাত্রার ৭২ ঘণ্টা আগে পাওয়া একটি নেতিবাচক RTPCR রিপোর্ট আপলোড করা ছাড়াও, দেশগুলি থেকে প্রদত্ত কোভিড (Covid) টিকার সময়সূচি সম্পূর্ণ হওয়ার শংসাপত্র আপলোড করার সুযোগ রয়েছে।

বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী কোভিড সংক্রমণের হার। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শের পরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আন্তর্জাতিক বিমান চালানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে, এখনও পর্যন্ত অসামরিক বিমান পরিবহনের মন্ত্রকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Corona update: সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু!

সূত্রের খবর, “নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি ১৫ মার্চ থেকে আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক বিমান আসার নির্দেশিকাগুলি এই বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরগুলিতে অনুসরণ করা হবে। এছাড়াও, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কোনও রকম বিভেদ থাকবে না বলেও জানানো হয়েছে। এরফলে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসার ফলে বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই।