Corona update: সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যু!

গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড (Covid19)আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। যদিও সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার কমেছে।

দেশে করোনা(Corona) সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর (Death) সংখ্যা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry)মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড (Covid19)আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। যদিও সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার কমেছে।

প্যারোলে মুক্তি পেতেই ‘ধর্ষক’ রাম রহিমকে ‘জেড প্লাস’ নিরাপত্তা বিজেপি সরকারের

তবে উদ্বেগ বাড়ছে করোনায় (Corona)মৃত্যুর হার নিয়ে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৫ জনের, যা গতকালের চেয়ে সামান্য বেশি। এখনও পর্যন্ত করোনার কারণে মোট মৃত্যুর সংখ্যা প্রায় ৫ লক্ষ ১২ হাজার ৩৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৪,২২৬ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৮১ হাজার ৭৫।  তবে পজিটিভিটি রেট অনেকটা কমেছে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.২৪ শতাংশ।

অন্যদিকে সারা দেশ জুড়ে টিকাকরণও চলছে জোরকদমে। এরই মধ্যে হায়দরাবাদের  সংস্থা ‘বায়োলজিক্যাল ই ‘-র (Biological E) তৈরি ভ্যাকসিন ‘কর্বিভ্যাক্স’কে অনুমোদন দিয়েছে ডিজিসিআই। ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে বলেই জানা যাচ্ছে।

 

Previous articleপ্যারোলে মুক্তি পেতেই ‘ধর্ষক’ রাম রহিমকে ‘জেড প্লাস’ নিরাপত্তা বিজেপি সরকারের
Next articleপ্রয়োজন নেই কোয়ারান্টাইন, স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান পরিষেবা