রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ

রাজভবনের (Rajbhawan) অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসসের (CV Anand Bose) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তাল রাজ্য রাজনীতি। কার্যত চাপে পড়ে ফের কেরলে চলে গিয়েছেন আনন্দ বোস। অন্যদিকে, রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ অনুসন্ধানকারী দল (এসইটি বা সিট)। দলে মোট আট জন সদস্য রয়েছেন। এই টিম ইতিমধ্যেই রাজভবনে গিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে বলেই লালবাজার সূত্রে খবর।

তাঁরাই পুরো ঘটনার তদন্ত করছে বলে খবর। যদিও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা । রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রাথমিক অনুসন্ধান করতে গিয়ে এবার সিসিটিভির ফুটেজ তলব করল পুলিশ।সিসিটিভি ফুটেজ চেয়ে রাজভবনকে চিঠি কলকাতা পুলিশের। এই মর্মে ওসি রাজভবনের মাধ্যমে চিঠি পাঠিয়েছে পুলিশ। বেশ কিছু তথ্যের খোঁজেই সিসিটিভি’র ফুটেজ খতিয়ে দেখা হবে বলে খবর।

অন্যদিকে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ভোটের মুখ সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ তুলে বাংলাকে কালিমালিপ্ত করতে চেষ্টার খামতি রাখেনি গেরুয়া শিবির। তাঁরা আজ কেন মুখে কুলুপ এঁটেছে?অভিযোগকারিণীর কথার সূত্র ধরে রাজ্যের সমাজ কল্যাণমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা দাবি করেছেন, রাজ্যপালের হাতে নির্যাতনের শিকার হয়েছেন একাধিক মহিলা। মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছে সেই সুর। ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, ‘শুনে রাখুন আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে। কোনও দিন কোনও কথা বলিনি। কিন্তু মেয়েটির কান্না হৃদয়ে আঘাত করেছে। পরপর দু’বার শ্লীলতাহানির অভিযোগ হয়েছে। সন্দেশখালি নিয়ে চক্রান্ত করার আগে একবার নিজেদের দিকে তাকান। তারপর কথা বলবেন।’ এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজভবনের ওই কর্মী। তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে অবশ্য সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে লালবাজার।

আবার পুলিশের থেকে এব্যাপারে রিপোর্ট তলবের কথা জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

Previous articleতাপপ্রবাহকে গুডবাই! শনিবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের
Next articleটাকা-মোবাইল দিয়ে সন্দেশখালিতে অশান্তি চালিয়ে যাওয়ার নির্দেশ শুভেন্দু অধিকারীর! ভাইরাল ভিডিও