শুভেন্দুর বিরুদ্ধে এবার পুলিশের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ

সভায় বক্তব্য রাখার শেষেই পুলিশের ব্যারিকেডের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতায় আশুতোষ কলেজের পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে গেলে কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে ধাক্কা মেরে ছিলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু। এবার শুভেন্দু পুলিশের বিরুদ্ধে উস্কানি ছড়িয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন:Royal Bengal Tiger: ১৬ দিনের লুকোচুরি শেষ, রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ

পৌরসভা ভোটের প্রচারে নদিয়ার চাকদহে এসে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান শুভেন্দু অধিকারী। পুলিশ নাকি তাঁকে ধাক্কা মেরেছে, এমনই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। যদিও পুলিশের দাবি, এমন কোনও ঘটনার খবর তাঁদের কাছে নেই।

গতকাল, সোমবার চাকদহে শুভেন্দুর সভা শেষে ফের উত্তেজনা। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। সভায় বক্তব্য রাখতে গিয়েও তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সভায় বক্তব্য রাখার শেষেই পুলিশের ব্যারিকেডের দিকে তেড়ে যান শুভেন্দু অধিকারী। তিনি চিৎকার করে বলতে থাকেন, পুলিশ তাঁকে ধাক্কা মেরেছে। বিজেপি সমর্থকরাও কার্যত রনংদেহি চেহারা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁদের দিকে তেড়ে যায়। শুভেন্দুর বিরুদ্ধে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টারও অভিযোগ উঠেছে।