Thursday, August 28, 2025

তাহলে কি যুদ্ধ শুরু হয়ে গেল? ইউক্রেনে (Ukraine) রুশ সেনা ঢোকার নির্দেশ দিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের দুই অঞ্চলে শান্তি বজায় রাখতে সেনা পাঠানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) বলেন, ক্রিমিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেখানে সেনা পাঠিয়েছিল রাশিয়া, তারপর সেই প্রদেশ হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এ ক্ষেত্রেও কার্যত আকই ঘটনা ঘটছে। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট, সেনাকে নির্দেশ দিয়েছেন দুই প্রদেশের শান্তি বজায় রাখতে।

আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ক্ষতির মুখে দেশের শেয়ার বাজার

সোমবারই ইউক্রেনে (Ukraine) বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডোনেত্সক ও লুহানৎসকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া (Russia)। গতকাল রাতের পুতিন বলেন, “আমি বিশ্বাস করি, অবিলম্বে ডোনেত্সক এবং লুহানৎসকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।”

এহেন পরিস্থিতিতে ডোনেত্সক ও লুহানৎস এই দুই অংশ যদি দেশের মধ্যেই রাখতে হয়, তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ইউক্রেনকে। আর তা না হলে এই দুই অংশ ছেড়ে দিতে হবে। এই নিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফে কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version