Thursday, August 28, 2025

দেউচা পাচামিতে কেউ যেন বঞ্চিত না হয়: ক্ষতিপুরণ ও চাকরির নিয়োগপত্র দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

দেউচা-পাচামির(deucha panchami) কাজ শুরুর আগেই ক্ষতিপূরণের চেক(compensation cheque) ও চাকরি পেয়ে গেলেন ২২২ জন। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর হাত থেকে চাকরি ও ক্ষতিপূরণের চেক নিতে নবান্নে(Nabanna) উপস্থিত ছিলেন ৫০ জন। তাদের হাতে চেক ও নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। দেওয়া হয় জমির পাট্টাও। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সরকারি আধিকারিকদের বার্তা দেন, “দেউচা পাচামিতে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।” এদিন নবান্নে ৫০ জনের পাশাপাশি বীরভূমের জেলাশাসক বিধান রায়(Bidhan Roy) স্থানীয় জমিদাতাদের ১৭২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন।

দেউচা পাচামি রাজ্যের উন্নয়নের জন্য অনেকখানি কার্যকরী প্রকল্প তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেউচা পাচামিতে লক্ষাধিক চাকরি হবে। স্থানীয়দের জমির বদলে দেওয়া হবে জমি। এই প্রকল্প সরকারের অনেক বড় প্রকল্প এখানকার উন্নয়নে স্কুল-রাস্তা সবকিছু তৈরি করে দেবে সরকার।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘১৬০০ টি পরিবার জমি দিতে রাজি হয়েছে এই প্রকল্পে। তাদের জমির পাট্টা দেওয়া হয়ে গিয়েছে। ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এখানে। প্রত্যেক পরিবারকে বিকল্প জমি, টাকা এবং চাকরি দেওয়া হবে।’ একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন জমির বাজার দরের দ্বিগুন টাকা পাচ্ছেন জমিদাতারা। এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে ১০ হাজার কোটি টাকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যাদের চাকরি দেওয়া হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ি ‘গ্রুপ ডি’ ও ‘গ্রুপ সি’ পদে নিয়োগ করা হবে বলেও জানান। একইসঙ্গে আধিকারিকদের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন “দেউচা পাচামিতে কেউ যেন বঞ্চিত না হয়।”

আরও পড়ুন:আনিস : এসএফআইয়ের নেতৃত্বে চার বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভ, মিছিল মৌলালি থেকে

উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম এই খনি প্রকল্পের জন্য যাতে কোনওভাবেই গ্রামবাসীরা সমস্যায় না পড়েন সেদিকে বাড়তি নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির পাশাপাশি সংশোধিত ক্ষতিপূরণ পাওয়ায় স্বভাবতই উৎসবের পরিবেশ দেউচা-পাঁচামিতে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরাও। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দেউচা-পাঁচামির কাজ শুরুর আগেই ২২২ জনকে মুখ্যমন্ত্রীর চাকরিতে নিয়োগ করার ঘটনা শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই প্রথম এবং নজিরবিহীন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version