Tuesday, November 11, 2025

যোগীর সভার মাঠে কয়েকশো গরু ছেড়ে অভিনব প্রতিবাদ কৃষকদের

Date:

Share post:

মুখে যতই নিজেদের ‘কৃষকদরদী’ বলে দাবি করুক মোদি সরকার(Modi Govt)। আসলে মোদির ‘কুম্ভীরাশ্রু’ চিনতে বাকি নেই কৃষকদের(Farmer)। যার জেরেই উত্তরপ্রদেশে(Uttarpradesh) নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের রোষের মুখে বারবার পড়তে হচ্ছে বিজেপিকে। যোগীরাজ্যে এবার বিজেপির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল সেখানকার কৃষকরা। জনসভার আগের দিন যোগীর(Yogi Adityanath) সভার মাঠে কয়েকশো বেওয়ারিশ গরু ছেড়ে দেওয়া হল। এলাকায় গরুর দৌরাত্ম কীভাবে বাড়ছে তা বোঝাতেই এই অভিনব প্রতিবাদ। প্রতিবাদের এহেন অভিনব পন্থা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি টুইটারে বেওয়ারিশ গরুদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কৃষক নেতা রমণদীপ সিং মান। সেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে চরে বেড়াচ্ছে কয়েকশো গরু। ভিডিওটির সঙ্গে ওই কৃষকনেতা টুইটারে লিখেছেন, “বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন। গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।” এদিকে কৃষকদের এহেন প্রতিবাদের পর ওই মাঠে সভা কীভাবে হবে তা নিয়ে বেশ উদ্বিগ্ন বারাবাঁকি প্রশাসন। এখনও পর্যন্ত এবিষয়ে অবশ্য তাদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আরও পড়ুন:Anis Case: আনিস মৃত্যুর নিরপেক্ষ তদন্তের স্বার্থে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব সিটের

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরু সমস্যা অন্যতম একটি বড় সমস্যা কৃষকদের জন্য। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রীর জনসভার এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে মোদিকে বলতে শোনা যাচ্ছে, ১০ মার্চের পরে বেওয়ারিশ গবাদি পশু সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। এমনকী, যে গরুরা দুধ দেয় না, তাদের গোবর বিক্রি করে অর্থ উপার্জনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি। তবে যোগীর এই ভিডিও শেয়ারে একটা বিষয় বেশ স্পষ্ট যে এই সমস্যা সম্পর্কে এতদিন তিনি কোনও উদ্যোগ না নিলেও বিসয়টি সম্পর্কে তিনি ভালোরকমই অবগত।

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...