শপথ নিয়ে পায়ে হেঁটে নিজের দফতরে পৌঁছলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী

(শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন)

চন্দননগর কর্পোরেশনের নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের সঙ্গে শপথ বাক্য পাঠ করলেন মেয়র রাম চক্রবর্তী ও চেয়ারপারসন স্নিগ্ধা রায়। আজ, বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে চন্দননগর রবীন্দ্রভবনে ৩২ জন নবনির্বাচিত পৌর প্রতিনিধি শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন জেলাশাসক পি দিতিপ্রিয়া!

তৃণমূলের ৩১জনের পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিএমের প্রতীকে নির্বাচিত অভিজিৎ সেনও পৌরপিতা হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে।

 

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, এসডিও অয়ন দত্তগুপ্ত, ছিলেন চন্দননগরের পুরকমিশনার স্বপন কুন্ডু।

 

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পৌর প্রতিনিধিদের নিয়ে চন্দননগর বাস স্ট্যান্ড থেকে করপোরেশনে নিজের দপ্তরে পায়ে হেঁটে যান মেয়র রাম চক্রবর্তী। মেয়রের কক্ষে ঢুকে শুরুতেই দোলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়ে চেয়ার গ্রহণ করেন। তারপর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম বৈঠক করেন। বৈঠকে যোগ দেন
চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। ছিলেন সিপিএম কাউন্সিলর অভিজিৎ সেন ।

 

Previous articleব্যাঙ্ক-রেলের বেসরকারিকরণে চাকরি হারাবেন ৫ লক্ষ মানুষ, কেন্দ্রের বিরুদ্ধে সরব বরুণ
Next articleযোগীর সভার মাঠে কয়েকশো গরু ছেড়ে অভিনব প্রতিবাদ কৃষকদের