হস্টেল খোলার দাবিতে বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি পড়ুয়াদের।
হস্টেল খোলার দাবিতে ফের ছাত্র বিক্ষোভ। উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে (Viswabharati)। গত বুধবার থেকে খুলে দেওয়া হয়েছে বিশ্বভারতী। কিন্তু এখনও বন্ধ বিশ্ববিদ্যালয়ের হস্টেল (Hostel)। এরই প্রতিবাদে থাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা। প্রথমে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু করেন ৷ ছাত্র বিক্ষোভে উত্তাল হয় বিশ্বভারতী চত্বর। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে পড়ুয়াদের সঙ্গে বচসা বাধে। পরে ধস্তাধস্তি হয়।
পড়ুয়াদের বক্তব্য, এখন বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার জন্য পড়ুয়াদের ডাকা হচ্ছে। দূরদূরান্ত থেকে যেসব ছাত্রছাত্রী আসেন, তাঁদের থাকার জন্য হস্টেলই একমাত্র ভরসা। কিন্তু হস্টেল খোলা না থাকায় অনেক বেশি ভাড়া দিয়ে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে। অবিলম্বে হস্টেল খুলে দিতে হবে বলে দাবি জানান পড়ুয়ারা।